
সংযুক্ত মোর্চার তরফে আরও বেশ কিছু আসনে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশিত হল বুধবার। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ১০ আসনে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ করেন। এরমধ্যে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে প্রার্থী অব্যাহতি চাওয়ায় তাঁর বদলে অন্য প্রার্থী দেওয়া হয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।
এদিনের প্রার্থী তালিকা অনুসারে –
ধূপগুড়ি – ডঃ প্রদীপ কুমার রায় - সিপিআই(এম)
ময়নাগুড়ি – নরেশ চন্দ্র রায় – আরএসপি
দার্জিলিং – গৌতম রাজ রাই – সিপিআই(এম)
কার্সিয়াং – উত্তম শর্মা - সিপিআই(এম)
সামসেরগঞ্জ – মোদাসসার হোসেন - সিপিআই(এম)
শান্তিপুর – পরে জানানো হবে। প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিআই(এম)।
হরিণঘাটা – অলকেশ দাস - সিপিআই(এম)
বনগাঁ উত্তর – পীযূষ কান্তি সাহা - সিপিআই(এম)
বনগাঁ দক্ষিণ – তাপস কুমার বিশ্বাস - সিপিআই(এম)
উলুবেড়িয়া উত্তর – অশোক দলুই - সিপিআই(এম)
মন্তেশ্বর – অনুপম ঘোষ - সিপিআই(এম)
এছাড়াও লাভপুর আসনে প্রার্থীর নাম হবে সৈয়দ মাহফুজুল করি। আগের তালিকায় এই নাম ভুল ছিলো বলেও জানানো হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন