WB Election 21: প্রার্থী নিয়ে ক্ষোভ বিজেপির অন্দরে, পশ্চিম মেদিনীপুরে অন্য প্রার্থী দেবে সমন্বয় মঞ্চ

WB Election 21: প্রার্থী নিয়ে ক্ষোভ বিজেপির অন্দরে, পশ্চিম মেদিনীপুরে অন্য প্রার্থী দেবে সমন্বয় মঞ্চ
ছবি প্রতীকী
Published on

শুধু শাসকদলের অন্দরেই নয়, গেরুয়া শিবিরেও প্রার্থী তালিকা ঘোষণার পর ক্ষোভ ছড়াল। তাই এবার পশ্চিম মেদিনীপুরের চারটি আসনে পৃথক মঞ্চ তৈরি করেছেন স্থানীয় নেতারা। একইসঙ্গে ঘোষণা করেছেন তাঁরা নিজেদের প্রার্থী নিজেরাই দেবেন। তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হচ্ছে সমন্বয় মঞ্চ।

রবিবারই রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে গিয়েছেন, আর অন্যায় নয়, এবার 'খেল খতম' হতে চলেছে 'দিদির' দলের। গত শনিবারই প্রথম দু'দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তবে প্রার্থী তালিকায় নতুন কোনও চমক নেই একমাত্র ময়না থেকে অশোক দিন্দাকে প্রার্থী করা ছাড়া। এই বাকি প্রার্থীদের অধিকাংশই দলীয় নেতা। এবার সেই তালিকা নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ।

গত বৃহস্পতিবার দিল্লিতে দলীয় সদর দফতরে নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক করেন রাজ্য নেতারা। সেখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো একাধিক জেলার জেলা সভাপতি, জেলা কমিটি, মণ্ডল কমিটিতে থাকা একাধিকজনকে প্রার্থী করা হয়েছে। টিকিট পেয়েছেন পশ্চিম মেদিনীপুরে তৃণমূল থেকে বিজেপিতে আসা একাধিক নেতাও।

পশ্চিম মেদিনীপুরের শালবনী কেন্দ্রে প্রার্থী হয়েছেন রাজীব কুণ্ডু, গড়বেতায় মদন রুইদাস, খড়গপুর গ্রামীণে তপন ভুঁইয়া ও মেদিনীপুরে টাউনে খোদ জেলা সভাপতি শমিত দাস। আর সমস্যা তৈরি হয়েছে এদের নিয়েই। পাশাপাশি অভিযোগ উঠেছে খোদ জেলা সভাপতি নিজে প্রার্থী হয়ে তিনটি কেন্দ্রে নিজের 'পছন্দের' মানুষকে টিকিট পাইয়ে দিয়েছেন বলে। তাই দল ছেড়ে আলাদা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত স্থানীয় নেতৃত্বের।

গতকালই শালবনীর জয়পুরে বৈঠকে বসেছিলেন এই বিক্ষুব্ধরা। সেই বৈঠকের পর নেতা-কর্মী মিলে প্রায় ৫০০ জন বিজেপি ত্যাগের সিদ্ধান্ত নেন। বৈঠকে ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সহ-সভাপতি প্রদীপ লোধা, হিন্দু জাগরণ মঞ্চের নেতা ঋজু কারক ও কুড়মি সমন্বয় মঞ্চের বেশ কয়েকজন নেতা। তাঁদের বক্তব্য, দল এমন মানুষদের প্রার্থী করেছে, যাঁদের সঙ্গে সাধারণ মানুষের কোনও সংযোগ নেই। তাই তাঁদের এই সিদ্ধান্ত। ব্রিগেড সমাবেশে মিঠুন চক্রবর্তীকে নিয়ে এলেও জেলাস্তরে এই ক্ষোভ সঞ্চারে কপালে ভাঁজ পড়েছে গেরুয়া শিবিরের।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in