WB Election 21: রাজ্যে প্রথম দফার নির্বাচনে ৩০ আসনের সব বুথই স্পর্শকাতর - ঘোষণা কমিশনের

প্রথম দফায় যে ৩০ আসনে ভোট হবে সেখানে মোট বুথের সংখ্যা ১০,২৮৮। এর সবকটিই স্পর্শকাতর বলে জানিয়েছে কমিশন।
রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর
রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরফাইল ছবি সংগৃহীত
Published on

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ৩০ আসনের সমস্ত বুথকেই স্পর্শকাতর ঘোষণা করলো নির্বাচন কমিশন। প্রথম দফায় যে ৩০ আসনে ভোট হবে সেখানে মোট বুথের সংখ্যা ১০,২৮৮। এর সবকটিই স্পর্শকাতর বলে জানিয়েছে কমিশন।

আগামী ২৭ মার্চ রাজ্যের পাঁচ জেলার ৩০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফার এই নির্বাচনে আছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের কিছু আসন। এই কেন্দ্রগুলোতে মোট ২০০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে বলে জানা গেছে।

সূত্র অনুসারে এর মধ্যে পুরুলিয়ায় ৩৬ কোম্পানি, ঝাড়গ্রামে ৭০ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ৪৫ কোম্পানি, বাঁকুড়াতে ২৯ কোম্পানি এবং পূর্ব মেদিনীপুরে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা। চলতি সপ্তাহেই আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছবে বলে কমিশন সূত্রে খবর।

প্রসঙ্গত, রাজ্যে নির্বাচন উপলক্ষ্যে আপাতত মোট ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। পরে আরও বাহিনী আনা হবে। যার মধ্যে ইতিমধ্যেই এসে গেছে ২৯৫ কোম্পানি। এবারের নির্বাচনে প্রতি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গেছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in