

নন্দীগ্রামে ভোটে নিরাপত্তা নিশ্চিদ্র করতে জারি হতে চলেছে ১৪৪ ধারা। প্রশাসনিক সূত্রে জানা গেছে অশান্তির আশঙ্কা তৈরি হলে গোটা নন্দীগ্রাম জুড়ে জারি করা হবে ১৪৪ ধারা। আজ সন্ধ্যে থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে নন্দীগ্রামের সমস্ত ফেরিঘাট। আগেই নন্দীগ্রামের সমস্ত বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে হাইভোল্টেজ আসন নন্দীগ্রামে মোট বুথের সংখ্যা ৩৫৫টি। এই কেন্দ্রে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ২২ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও থাকবে রাজ্য পুলিশ। কমিশন সূত্রের খবর অনুসারে এই কেন্দ্রের প্রায় ৭৫ শতাংশ বুথকে ওয়েব কাস্টিং-এর আওতায় রাখা হচ্ছে। এছাড়াও প্রতিটি বুথে থাকছে ১ জন মাইক্রো অবজারভার। থাকছে ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম।
অন্যদিকে বুধবারই তৃণমূল সুপ্রিমো অভিজোগ করেছেন – নন্দীগ্রামে বহিরাগতরা ঢুকছে। গোকুলনগর, বয়াল, বলরামপুরে ইতিমধ্যেই বহিরাগতরা ঢুকে অশান্তি করছে বলেও তাঁর দাবি।
আগামীকালের ভোটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই নন্দীগ্রাম কেন্দ্রের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল। চলছে নাকা চেকিং। চলছে আকাশপথে নজরদারি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন