WB Election 21: সিপিআই(এম)কে ভোট দিলে হাত কেটে নেওয়ার হুমকি তৃণমূল নেতার

অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা নুরমান শেখ- এর বিরুদ্ধে
অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা
অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা ছবি- ভিডিওর স্ক্রিনশট

১৫ এপ্রিল, বীরভূম- সিপিআই(এম)কে ভোট দিলে হাত কেটে নেওয়া হবে। এমনই হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের নানুরে। সেখানে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন শ্যামলী প্রধান। তাঁর প্রচারে বাধা দেওয়ার পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা নুরমান শেখ এই হুমকি দেন।

যদিও এই অভিযোগ অস্বীকার করেননি নুরমান শেখ। তাঁর সাফাই, এক সিপিআই(এম) নেতা বহিরাগতদের এনে ভোট করানোর হুমকি দিয়েছিলেন। সেই বহিরাগতদের আটকাতেই মুখ ফস্কে তিনি একথা বলে ফেলেছেন। সিপিএম নেতা শমীক লাহিড়ী ওই নেতার গ্রেফতারির দাবি জানিয়েছেন।

ভোটের প্রচার নিয়ে নানুরে উত্তেজনা লেগেই আছে। কয়েকদিন আগেই বিজেপি প্রার্থী তারক সাহার প্রচারের আগেরদিন রাতে একটি গ্রামে বোমাবাজির অভিযোগ উঠেছিল। প্রচার বানচাল করার জন্য গ্রামে আতঙ্ক তৈরি করতে রাতে তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে বিজেপির অভিযোগ।

তৃণমূলের পাল্টা অভিযোগ ছিল, রাতে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে বিজেপির হামলায় এক তৃণমূল কর্মীর মাথা ফাটে। খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’ পক্ষের ৮ জনকে আটক করেছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in