WB Election 21: মনোজ তিওয়ারি না পসন্দ- ভূমিপুত্র প্রার্থীর দাবিতে ক্ষোভ শিবপুর তৃণমূলের একাংশের

বিক্ষুব্ধদের দাবি, অবিলম্বে মনোজ তিওয়ারিকে সরিয়ে বিভাস হাজরাকে প্রার্থী করতে হবে।
বিভাস হাজারার সমর্থনে ব্যানার
বিভাস হাজারার সমর্থনে ব্যানারছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত

৭ মার্চ, কলকাতা- তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে রাজ্যজুড়ে বিক্ষুব্ধদের বিক্ষোভ। নিজের এলাকায় পছন্দ মতো প্রার্থী না পেয়ে দফায় দফায় বিক্ষোভ চলছে। শনিবার সকালে এই প্রার্থীর পছন্দ না হওয়ায় শিবপুরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এবার এই কেন্দ্রে নির্বাচনে প্রার্থী হয়েছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি কিন্তু টিকিট পাননি ভূমিপুত্র বিভাস হাজরা। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কর্মী-সমর্থকদের একটা বড় অংশ। তাঁরা এদিন সকালে বিক্ষোভ দেখান।

মনোজ তিওয়ারির নাম ঘোষিত হতেই দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গিয়েছে। সেলিব্রিটি প্রার্থীকে নিয়ে স্থানীয় কর্মীদের উৎসাহও ছিল যথেষ্ট। বিক্ষুব্ধদের দাবি, অবিলম্বে মনোজ তিওয়ারিকে সরিয়ে বিভাস হাজরাকে প্রার্থী করতে হবে। দীর্ঘদিন ধরে এই কেন্দ্রের প্রার্থী পদের দাবিদার হিসেবে ছিলেন বিভাস হাজরা। সাধারণ কর্মীদের এই বিক্ষোভ যথেষ্ট চিন্তায় ফেলেছে শাসকদলকে।

অন্যদিকে, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র নিয়েও বিড়ম্বনায় পড়েছেন তৃণমূল নেতৃত্ব। বাইরের এলাকার নয়- স্থানীয় কাউকেই প্রার্থী করতে হবে এমন দাবি জানিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীদের একাংশ। ঘটনাস্থল আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র। এবার এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন দলে সদ্য যোগ দেওয়া অভিনেত্রী সায়নী ঘোষ। শুক্রবার দলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা যায় তিনি এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। আর তাতেই ক্ষুব্ধ এলাকার দীর্ঘদিনের তৃণমূল কর্মীরা। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। তাতে লেখা, 'সায়নী ঘোষ বহিরাগত, এবার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে।' আসানসোল ও বার্নপুরে দলের প্রার্থী বিরুদ্ধে একযোগে বিক্ষোভ দেখালেন তৃণমূলের মাইনরিটি সেল, শিক্ষা সেলের সদস্য ও ছাত্র-যুবকর্মীরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in