

এবার সিঙ্গুরের সিপিআই(এম) প্রার্থী এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। বৃদ্ধতন্ত্র নিয়ে ক্রমাগত সমালোচনার মুখে পড়া বামেদের এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে রাজনৈতিক মহল। উজ্জীবিত পার্টি কর্মীরাও। প্রার্থী তালিকায় একাধিক নতুন মুখ। বামেরা মনে করছে- তাদের তরুণ মুখেরাই এবারের নির্বাচনে ফারাক গড়ে দেবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন