মানুষের মরিয়া ভাব দেখে তৃণমূল বিজেপির সমাজবিরোধীরা ঘরে ঢুকে গেছে - সায়নদীপ মিত্র
মানুষ একেবারে উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। সমস্ত ভয়ভীতি অতিক্রম করে মানুষ রাস্তায় নেমেছে। মানুষের এই মরিয়া ভাব দেখে সমাজবিরোধীরা ঘরে ঢুকে গেছে। মানুষের এই মেজাজকে আমরা কুর্ণিশ করি। সাড়ে ৬টা পর্যন্ত এই পরিবেশ বজায় রাখতে হবে। শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোট চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন কামারহাটি কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী সায়নদীপ মিত্র।
তিনি আরও বলেন - বহিরাগত এলাকায় আছে। কিন্তু তারা ঘর থেকে বেরোতে পারেনি। বিজেপিও যেমন এ ব্যাপারে দোষী মদন মিত্রেরাও তাই। দুই দলের ডি এন এ এক। কোনো পার্থক্য নেই। এটা মানুষেরই অবদান। বহিরাগতদের হিম্মত হয়নি রাস্তায় নামার। আমার কাছে খবর তৃণমূল বিজেপি দুজনেই বহিরাগত নিয়ে এসেছিলো।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

