WB Election 21: হলফনামায় ত্রুটির জেরে বাতিল তৃণমূল প্রার্থীর মনোনয়ন, বিপাকে শাসক দল

অন্যদিকে, তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে মনোনয়নপত্র পেশ করেছেন জয়পুর যুব ব্লক তৃণমূল সভাপতি দিব্য জ্যোতি সিং দেও।
WB Election 21: হলফনামায় ত্রুটির জেরে বাতিল তৃণমূল প্রার্থীর মনোনয়ন, বিপাকে শাসক দল
ছবি সংগৃহীত

হলফনামা পেশের সময় তথ্যবিভ্রাটের জেরে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে সংশয় তৈরি হল শাসকদলের অন্দরে। ঘটনাটি পুরুলিয়া জয়পুর বিধানসভা কেন্দ্রের। সেখানকার তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার হলফনামা পেশের সময় তাতে ভুল তারিখ উল্লেখ করেন। তার জেরে নির্বাচন কমিশন হলফনামা গ্রহণ করেনি। ফলে বাতিল হয়ে যায় তাঁর প্রার্থীত্ব পদ। তৃণমূলের প্রার্থী কে হবেন, কে লড়াই করবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

জানা গিয়েছে, প্রথম দফা ভোটে মনোনয়ন জমার শেষ দিন অর্থাৎ ৯ মার্চ তিনি মনোনয়ন পেশ করেন উজ্জ্বল কুমার । সেই হলফনামায় ভুল তারিখ উল্লেখ ছিল। তারপর নির্বাচন কমিশনের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয় তাঁকে। বুধবার বেলা এগারোটার মধ্যে ফের হলফনামা জমা করার কথা বলা হয়। কমিশনের নির্দেশ অনুযায়ী ওইদিন যে হলফনাম পেশ করেন উজ্জ্বল কুমার, তাতেও ভুল তারিখ উল্লেখ করেন তিনি। ফলে তা বাতিল করে দেয় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে পুরুলিয়ার অন্যান্য কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করলেও জয়পুর আসনে উজ্জ্বলকুমারের ক্ষেত্রে রিজেক্টেড লিখে প্রকাশ করে। গোটা বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। পুরুলিয়ায় তৃণমূলের জেলা সভাপতি গুরুপদ টুডু জানান, বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন। ওই নেতার সঙ্গে ফোনে বা মেসেজে কোনও ভাবে যোগাযোগ করা যায়নি। অন্যদিকে, তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে মনোনয়নপত্র পেশ করেছেন জয়পুর যুব ব্লক তৃণমূল সভাপতি দিব্য জ্যোতি সিং দেও।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in