WB Election 21: জলঙ্গিতে দলীয় প্রার্থী না-পছন্দ, নির্দল হয়ে লড়বেন তৃণমূলের জেলা পরিষদের সদস্যা

এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী রাজ্জাকের মন্তব্য, ‘রাফিকা চলে যাওয়ায় দল বাঁচল। তিনি দলের কোনও কাজই করতেন না। আগামিদিনে নির্বাচনে এনিয়ে কোনো সমস্যা হবে না।'
জলঙ্গি থেকে নির্দল প্রার্থী হচ্ছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য রাফিকা সুলতানা (মাঝে)
জলঙ্গি থেকে নির্দল প্রার্থী হচ্ছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য রাফিকা সুলতানা (মাঝে)ছবি সংগৃহীত
Published on

দলের ঘোষিত প্রার্থী পছন্দ না হওয়ায় ফের নির্দল প্রার্থী ঘোষণা করলো তৃণমূলের স্থানীয় নেতাকর্মীদের একটা বড় অংশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গিতে। এমনিতেই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে বিক্ষোভ দেখা দিয়েছিল রাজ্যজুড়ে। প্রার্থী পছন্দ না হওয়াতেই ক্ষোভ দেখিয়েছিলেন কর্মী-সমর্থকরাও। এদিনের ঘটনায় জলঙ্গিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল।

জলঙ্গিতে বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন বাম শিবির থেকে তৃণমূলে যাওয়া আব্দুর রাজ্জাক। কিন্তু তাঁকে প্রার্থী হিসেবে মানতে চান না স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। বিরোধিতা করে রাস্তা অবরোধ করা হয়, বিক্ষোভ দেখানো হয়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় বৃহস্পতিবার পাল্টা প্রার্থী ঘোষণা করেন বিক্ষুব্ধরা। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য রাফিকা সুলতানাকে নির্দল প্রার্থী করেছেন তাঁরা। তিনি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রফিকাও। বৃহস্পতিবার বিকেল থেকেই দলীয় প্রচার শুরু করে দিলেন তিনি।

এই প্রসঙ্গে রাজ্জাকের মন্তব্য, ‘রাফিকা চলে যাওয়ায় দল বাঁচল। তিনি দলের কোনও কাজই করতেন না। আগামিদিনে নির্বাচনে এনিয়ে কোনো সমস্যা হবে না।' তিনি স্পষ্ট জানালেন, 'রাফিকা নির্দল হিসেবে লড়াই করলে আমাদের দল আগামী দিনে আরও শক্তিশালী হবে।'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in