

কলকাতা, ৪ মার্চ: রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর জারি হয়েছে আদর্শ আচরণ বিধি। এই আবহে, করোনা টিকার শংসাপত্রে মোদির ছবি নিয়ে আপত্তি তুলেছিল তৃণমূল। জোড়াফুল শিবিরের অভিযোগ, ভোট ঘোষণার পর প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করায় আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। ওই ছবির জেরে ভোটাররা প্রভাবিত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
এই বিষয়টিকে সামনে রেখেই বুধবার কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরে যায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন তৃণমূলের একটি প্রতিনিধি দল। রাজ্যের উপ-মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার পরে ফিরহাদ বলেন, 'আশা করি সুবিচার পাব। আশা করি বিজেপি-র কথায় অন্তত ভারতের নির্বাচন কমিশন প্রভাবিত হবে না।'
যদিও সেই সময় বিজেপি তৃণমূলের তোলা ওই অভিযোগ উড়িয়ে দিয়েছিল। হাকিম জানান, 'বিধানসভা নির্বাচনে বিজেপির তারকা প্রচারক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একজন রাজনীতিবিদ হিসেবে তিনি জনসভা করে সমর্থন আদায় করছেন। এই পরিস্থিতিতে টিকার শংসাপত্রে মোদির ছবি ভোটারদের প্রভাবিত করছে। নির্বাচনের আদর্শ আচরণবিধিও লঙ্ঘন করা হচ্ছে। তাই এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের আবেদন জানিয়েছি।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন