WB Election 21: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পটাশপুর, খেজুরি, রাতভর বোমাবাজিতে জখম ওসি

প্রথম দফায় ৬৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। কমিশন সূত্রে খবর, সমস্ত কেন্দ্রে এই প্রথম এতো বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হচ্ছে।
WB Election 21: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পটাশপুর, খেজুরি, রাতভর বোমাবাজিতে জখম ওসি
প্রতীকী ছবি

রাজ‍্যের ৩০টি কেন্দ্রে আজ ভোটগ্রহণ। কড়া নজরদারির মধ্যে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। কোভিড পরিস্থিতির জন্য আধ ঘন্টা অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

ভোটগ্রহণ শুরুর আগেই রাতভর অশান্ত রইলো পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ও খেঁজুরি। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ভগবানপুরের সাতশতমাল ও খেজুরির বটতলা এলাকা‌। রাতভর চললো বোমাবাজি‌। সাতশতমালে তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে জখম হন পটাশপুর থানার ওসি দীপক কুমার চক্রবর্তী ও এক আধা সেনা জওয়ন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত দেড়টা নাগাদ এই ঘটনা ঘটেছে।

ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে এই ঘটনার।

অপরদিকে খেজুরির বটতলা এলাকাতেও রাতভর বোমাবাজি চলে। মহিলা সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের অভিযো ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

প্রথম দফায় যে যে কেন্দ্রে ভোটগ্রহণ হবে:

পূর্ব মেদিনীপুর - কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, পটাশপুর, ভগবানপুর, রামনগর, এগরা এবং খেঁজুরি।

পশ্চিম মেদিনীপুর - দাঁতন, কেশিয়াড়ী, খড়গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর।

ঝাড়গ্রাম - বিনপুর, নয়াগ্রাম, গোপিবল্লভপুর, ঝাড়গ্রাম।

পুরুলিয়া - বাঘমুন্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশিপুর, পাড়া, রঘুনাথপুর।

বাঁকুড়া - রাইপুর, রানিবাঁধ, ছাতনা, শালতোড়া।

৩০টি কেন্দ্র মিলিয়ে মোট বুথের সংখ্যা ১০,২৮৮টি। প্রথম দফায় ৬৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। কমিশন সূত্রে খবর, সমস্ত কেন্দ্রে এই প্রথম এতো বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হচ্ছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in