

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। এদিন কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে হওয়া বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন মুকুল রায়। এরপরেই শুভেন্দু অধিকারীর নাম বিরোধী দলনেতা হিসেবে ঘোষিত হয়।
সোমবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে দলের ৭৭ জন বিধায়ককেই হাজির থাকতে বলা হয়েছিলো। এই বৈঠকে উপস্থিত থেকে বিরোধী দলনেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় ভাবে দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে।
এদিন বৈঠকের পর রবিশঙ্কর প্রসাদ জানান দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন। যে প্রস্তাবে সমর্থন জানান ২২ জন বিধায়ক। অন্য কোনো নামের পক্ষে প্রস্তাব না ওঠায় শুভেন্দু অধিকারীকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন