বিধানসভা নির্বাচনে জটিলতা বুঝলেই এনডিএ সরকারের সঙ্গে হাত মেলাবেন মমতা: ইয়েচুরি

ভোট ঘোষণার আগে থেকে বিজেপি-তৃণমূলের আক্রমণ পাল্টা আক্রমণকে 'লোক দেখানো' বলেও দাবি করেন তিনি
ব্রিগেডে সীতারাম ইয়েচুরি
ব্রিগেডে সীতারাম ইয়েচুরিনিজস্ব চিত্র

কলকাতা, ১ মার্চ: রাজ্যে বিজেপি-আরএসএস-এর দ্বারা সংঘটিত সাম্প্রদায়িক জটিলতা রুখতে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটে যদি এদিক-ওদিক কিছা হয়, তাহলে রাজ্যে সরকার গঠন করতে এনডিএ সরকারের সঙ্গে সহজেই হাত মিলিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এমনই মন্তব্য করেন সীতারাম ইয়েচুরি। ভোট ঘোষণার আগে থেকে বিজেপি-তৃণমূলের আক্রমণ পাল্টা আক্রমণকে 'লোক দেখানো' বলেও দাবি করেন তিনি।

ইয়েচুরি অভিযোগ করেন, কোভিড ১৯-অতিমারির জন্য তৈরি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের টাকা ব্যবহার করে বিজেপি নির্বাচনের আগে রাজনৈতিক দলের নেতাদের 'কিনছে'।তিনি আরও বলেন, কেন্দ্রের মোদি সরকারের জন-বিরোধী নীতির কারণে সিঙ্ঘু সীমান্তে কৃষকরা দিনের পর দিন ধরে লড়াই করছেন।যে কৃষকরা আমাদের জন্য খাবারের জোগান করছেন, তাদের লড়াইটা কঠিন করে দিচ্ছে মোদি সরকারের জনবিরোধী নীতি। বাম ও সেক্যুলার ফ্রন্টের জোট একসঙ্গে মিলে রাজ্যে দুর্নীতিবাজ তৃণমূল সরকার এবং বিজেপির সব চেষ্টা ব্যর্থ করে আরও সুন্দর বাংলা গঠন করবে।

তিনি আরও দাবি করেন, দেশের ও রাজ্যের মানুষ আসলে যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, তা থেকে দৃষ্টি অন্যদিকে ঘোরাতে বিজেপি ও তৃণমূল ধর্মীয় বাতাবরণ সৃষ্টি করে রেখেছে। এই মর্মে তিনি অন্যান্য রাজনৈতিক দলের নামও করেন। যার মধ্যে কংগ্রেসের পরিবারতন্ত্রের কথাও উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে কীভাবে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে বসেন বলেও প্রশ্ন করেন। একদিকে বিজেপি দুর্নীতি ও পরিবারতন্ত্রের কথা বলে, অন্যদিকে একটি স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদির নামে করে দিয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in