নন্দীগ্রামে শুরু হয়েছে ভোট
নন্দীগ্রামে শুরু হয়েছে ভোটছবি সৌজন্য - মীনাক্ষী মুখার্জির ফেসবুক পেজ

LIVE BLOG: রাজ্যে দ্বিতীয় দফায় ৩০ আসনে চলছে ভোটগ্রহণ, নজরে নন্দীগ্রাম, ভোট আসামের ৩৯ আসনে

নন্দীগ্রামে তিনিই জিতবেন, ভোট শেষ হবার আগেই দাবি মমতা ব্যানার্জির

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ছবি সংগৃহীত

বৃহস্পতিবার ভোট শেষ হবার আগেই নন্দীগ্রামের বয়ালে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন তিনি ৯০ শতাংশ ভোট পাবেন। তিনি নিজের জেতা নিয়ে চিন্তিত নন। তিনি চিন্তিত রাজ্যের গণতন্ত্র নিয়ে।

এর আগে বয়ালের এক বুথে গিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন মমতা ব্যানার্জি। প্রায় দু'ঘন্টা তাঁকে সেখানে আটকে থাকতে হয়। এরপর বিশাল বাহিনী গিয়ে তাঁকে উদ্ধার করে। মমতা ব্যানার্জির অভিযোগ, বিহার উত্তরপ্রদেশ থেকে গুন্ডারা এখানে এসে ঝামেলা পাকাচ্ছে। যারা ঝামেলা করছে তারা একজনও বাংলা জানেনা। সবাই হিন্দি বলছে।

বিকেল সাড়ে ৪টে পর্যন্ত রাজ্যে ভোট ৭১.০৭ শতাংশ

নির্বাচন কমিশনের ভোটার টার্ন আউট অ্যাপ অনুসারে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৭১.০৭ শতাংশ। বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে ৩০ আসনে।

আজ যে চার জেলায় ভোট হচ্ছে তার মধ্যে এখনও পর্যন্ত বাঁকুড়ায় ভোট পড়েছে ৭৩.৮০%, পশ্চিম মেদিনীপুরে ৭০.২৭%, পূর্ব মেদিনীপুরে ৭১.৮৯% এবং দক্ষিণ ২৪ পরগনায় ৬৫.৮৩%।

দুপুর ২টা পর্যন্ত অসমে ভোট পড়েছে ৪৮.২৬ শতাংশ

দুপুর ২টা পর্যন্ত অসমের ৩৯টি কেন্দ্রে সার্বিকভাবে ভোট পড়েছে ৪৮.২৬ শতাংশ

দুপুর ২টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৫৮.১৫ শতাংশ

দুপুর ২টা পর্যন্ত পশ্চিমবঙ্গে সার্বিকভাবে ভোট পড়েছে ৫৮.১৫ শতাংশ।

জেলা ভিত্তিক ভোট পড়েছে -

পূর্ব মেদিনীপুর: ৬০.৩২ শতাংশ

পশ্চিম মেদিনীপুর: ৫৯.৩২ শতাংশ

বাঁকুড়া: ৫৯.৪১ শতাংশ

দক্ষিণ ২৪ পরগণা: ৪৮.১৩ শতাংশ

নন্দীগ্রামে শুভেন্দুর কনভয়ে হামলা, উঠলো 'গো ব‍্যাক' স্লোগান

নন্দীগ্রামের সাতেঙ্গাবাড়ি এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয়ে ইট ছোঁড়ার অভিযোগ উঠলো তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। 'গো ব‍্যাক' স্লোগানও ওঠে। তবে কেন্দ্রীয় বাহিনী ও শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষীর তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কেশপুরে বিজেপি প্রার্থীর গাড়িতে বাঁশ, ইট দিয়ে হামলার অভিযোগ, রিপোর্ট তলব কমিশনের

কেশপুরে বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কোনারের গাড়িতে হামলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। বুথ জ‍্যামের অভিযোগ পেয়ে কেশপুরের গুণহারা গ্রামে যাচ্ছিলেন তিনি। সেইসময় রড, ইট, বাঁশ দিয়ে তাঁর গাড়িতে এলোপাথাড়ি আঘাত করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন প্রার্থী বলে জানা গেছে। প্রার্থীর গাড়ি ছাড়াও সংবাদমাধ্যমের গাড়িতেও হামলা চালানো হয়েছে।

অভিযুক্তদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

নারায়ানগড়ে ভোট দিতে যাচ্ছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র 

ভোটের দিন টাকা বিলি করলেন বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

ফাইল ছবি

খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে দলীয় প্রতীক নিয়ে বুথের ১০০ মিটারের মধ্যে ঢোকার অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

“রেকর্ড সংখ্যায় ভোট দিন” বাংলায় টুইট প্রধানমন্ত্রীর

নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়াতে সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখার্জি

ছবি- মীনাক্ষী মুখার্জি ফেসবুক পেজ

রাজারামচকে কমিশনের ভুয়ো পরিচয়পত্র সহ ধৃত তৃণমূল কর্মী

সকাল সাড়ে ৯টা পর্যন্ত রাজ্যে ভোট ১৫.৭২%, আসামে ১০.৫১%

নির্বাচন কমিশনের সূত্র অনুসারে সকাল সাড়ে ৯টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ১৫.৭২%।

এখনও পর্যন্ত বাঁকুড়ায় ভোট পড়েছে ১৬.০৫%।

পশ্চিম মেদিনীপুরে ১৭.৩৩%

পূর্ব মেদিনীপুরে ১৬.৯১%

দক্ষিণ ২৪ পরগনায় ৮.৬৯%

ভোটারদের নিরাপত্তার দাবি তুললেন সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখার্জি

মীনাক্ষী মুখার্জি
মীনাক্ষী মুখার্জিছবি সংগৃহীত

বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন মীনাক্ষী মুখার্জি অভিযোগ করেন – গতকাল রাত থেকে হুমকি দেওয়া হচ্ছে ভোটারদের। বিভিন্ন জায়গায় পোলিং এজেন্ট বসতে দেওয়া হবে না বলা হয়েছে। তবে এখনও পর্যন্ত যা খবর তাতে আমরা প্রায় সব জায়গাতেও পোলিং এজেন্ট বসাতে পেরেছি।

অন্যদিকে নন্দীগ্রাম কেন্দ্রের একাধিক জায়গা থেকে ইভিএম বিকল হবার খবর এসেছে। সোনাচূড়ার একটি বুথে ইভিএম খারাপ থাকার জন্য নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরেও ভোট শুরু হয়নি।

তৃণমূলের বিরুদ্ধে বুথে এজেন্ট ঢুকতে না দেবার অভিযোগ ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষের

ভারতী ঘোষ
ভারতী ঘোষছবি সংগৃহীত

তাঁর পোলিং এজেন্টকে প্রায় ১৫০ জন তৃণমূলের সমর্থক ঘেরাও করে আছে এবং তাঁকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানালেন ডেবরা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বুথ নম্বর ২২, অঞ্চল ১-এ এই ঘটনা ঘটেছে বলে তাঁর অভিযোগ। তিনি আরও জানিয়েছেন বারুনিয়া অঞ্চলে তৃণমূল কর্মীরা ভোটারদের ভয় দেখাচ্ছেন।

নন্দীগ্রামে বুথের ১০০ মিটারের মধ্যে মাস্ক বিলি,অভিযোগ বিজেপির বিরুদ্ধে

বুথের বাইরে মাস্ক বিলি
বুথের বাইরে মাস্ক বিলিছবি সংগৃহীত

নন্দীগ্রাম ঘিরে অব্যাহত উত্তেজনা। এদিন সকালেই উত্তেজনা ছড়ায় বুথের ১০০ মিটারের মধ্যে মাস্ক বিলি করা নিয়ে। অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ এই ঘটনায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে।

চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ, রাজ্যে সব নজর নন্দীগ্রামে

বৃহস্পতিবার ১ এপ্রিল দ্বিতীয় দফায় চার জেলার ৩০ আসনে ভোট গ্রহণ হচ্ছে। এই পর্বে ধারে এবং ভারে হাইভোল্টেজ আসন অবশ্যই নন্দীগ্রাম। যেখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন তৃণমূলের সুপ্রীমো মমতা ব্যানার্জি, সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী এবং আছেন আন্ডারডগ হিসেবে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হওয়া সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখার্জি। প্রাথমিক ভাবে অন্য দুই প্রার্থী বাম প্রার্থীকে গুরুত্ব না দিলেও সময়ের সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম জুড়ে নিবিড় প্রচারে দুই প্রার্থীর কপালেই ভাঁজ ফেলে দিয়েছেন মীনাক্ষী মুখার্জি। আপাতত যা পরিস্থিতি – এই কেন্দ্রের লড়াই কোনোভাবেই একতরফা হচ্ছে না।

আজ রাজ্যের যে চার জেলায় নির্বাচন হচ্ছে তার মধ্যে আছে – পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগণা জেলা। যে ৩০ আসনে লড়াইয়ের ময়দানে আছেন তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিআই(এম), আইএসএফ, ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি প্রার্থীরা।

জেলাওয়াড়ি হিসেব অনুসারে পূর্ব মেদিনীপুরে ভোট হচ্ছে ৯ আসনে। যার মধ্যে আছে তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম এবং চন্ডীপুর।

পশ্চিম মেদিনীপুরে ভোট হচ্ছে ৯ আসনে। এই আসনের মধ্যে আছে – নারায়ণগড়, সবং, পিংলা, খড়গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণা, কেশপুর।

বাঁকুড়া জেলার যে ৮ আসনে ভোট হচ্ছে তার মধ্যে আছে – তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।

দ্বিতীয় পর্বে দক্ষিণ ২৪ পরগণার যে ৪ আসনে ভোট হচ্ছে তার মধ্যে আছে কাকদ্বীপ, গোসাবা, পাথরপ্রতিমা এবং সাগর।

এ রাজ্যের পাশাপাশি আসামে আজ দ্বিতীয় দফায় ভোট নেওয়া হচ্ছে ৩৯ আসনে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in