
৩রা মার্চ, কলকাতা- জোটের জোট কাটতেই একসঙ্গে রাস্তায় নামতে চলেছে জোট। পেট্রোপণ্যসহ অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থানের বেহাল দশার বিরুদ্ধে কলকাতায় ৬ই মার্চ বিকেল ৩টায় এন্টালি বাজারের সামনে জমায়েত হয়ে একটি মিছিল করার কথা ঘোষণা করা হয়েছে যৌথ বিবৃতিতে। মিছিলে উপস্থিত থাকতে পারেন বাম- কংগ্রেস এবং ISF এর শীর্ষ নেতৃত্বরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন