

মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার খবরের মাঝেই হাইকোর্টের একটি রায়ে কিছুটা হলেও স্বস্তি পেল রাজ্যের শাসকদল। নির্বাচন কমিশনকে পুরুলিয়ার জয়পুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হলফনামায় ত্রুটির কারণে উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল কমিশন।
আজ আদালতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানান, উজ্জ্বল কুমারের মনোনয়নপত্রে যে ত্রুটি রয়েছে তা খুবই সামান্য। এরপরই নির্বাচন কমিশনকে এই মনোনয়ন গ্রহণ করার নির্দেশ দেন তিনি। এনিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে পাল্টা আর কোনো আবেদন করা হয়নি।
প্রথম দফা ভোটে মনোনয়ন জমার শেষ দিন অর্থাৎ ৯ মার্চ ঝালদা মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পেশ করেন জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার। সেই হলফনামায় ভুল তারিখ উল্লেখ ছিল। এরপর নির্বাচন কমিশনের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয় তাঁকে। বলা হয় বুধবার বেলা এগারোটার মধ্যে ফের হলফনামা জমা দিতে হবে। কিন্তু ওইদিন যে হলফনাম পেশ করেন উজ্জ্বল কুমার, তাতেও ভুল তারিখ উল্লেখ করেন তিনি। ফলে তা বাতিল করে দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে পুরুলিয়ার অন্যান্য কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করলেও জয়পুর আসনে উজ্জ্বলকুমারের ক্ষেত্রে রিজেক্টেড লিখে প্রকাশ করে। এরপরই এনিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন প্রার্থী।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন