WB Election 2021: পঞ্চম দফার ভোটে ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে

পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে কমিশন সূত্রে জানা গেছে
WB Election 2021: পঞ্চম দফার ভোটে ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

১৬ এপ্রিল, কলকাতা- প্রথম তিন দফার নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ঘটলেও চতুর্থ দফার সন্ত্রাস রাজ্যবাসীকে নাড়িয়ে দিয়েছে। গত শনিবার শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 8 জনের মৃত্যু হয়েছে। তাই আগামীকাল শনিবার পঞ্চম দফা ভোটের আগে কড়া ব্যবস্থা নিতে চলেছে কমিশন। এদিন বাংলায় ৬ জেলায় মোট ৪৫ আসনে ভোটগ্রহণ হবে।

১৫ হাজার ৭৮৩ বুথে- ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। বুথ পাহারায় মোতায়েন থাকবে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি ১১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে অন্যান্য দায়িত্বে। পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

রাজ্যে এবার পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা ৬৬ জন। যা আগের দফার থেকে ১১ জন বেশি। পঞ্চম দফার ভোটের আগে নতুন করে পর্যবেক্ষককে নিয়োগ করেছে কমিশন। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন দুই পুলিশ পর্যবেক্ষক। আত্মরক্ষায় গুলি চালানোর পরিস্থিতি হলে- তার আগে জেলা প্রশাসনের সমন্বয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in