

১৬ এপ্রিল, কলকাতা- প্রথম তিন দফার নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ঘটলেও চতুর্থ দফার সন্ত্রাস রাজ্যবাসীকে নাড়িয়ে দিয়েছে। গত শনিবার শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 8 জনের মৃত্যু হয়েছে। তাই আগামীকাল শনিবার পঞ্চম দফা ভোটের আগে কড়া ব্যবস্থা নিতে চলেছে কমিশন। এদিন বাংলায় ৬ জেলায় মোট ৪৫ আসনে ভোটগ্রহণ হবে।
১৫ হাজার ৭৮৩ বুথে- ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। বুথ পাহারায় মোতায়েন থাকবে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি ১১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে অন্যান্য দায়িত্বে। পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
রাজ্যে এবার পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা ৬৬ জন। যা আগের দফার থেকে ১১ জন বেশি। পঞ্চম দফার ভোটের আগে নতুন করে পর্যবেক্ষককে নিয়োগ করেছে কমিশন। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন দুই পুলিশ পর্যবেক্ষক। আত্মরক্ষায় গুলি চালানোর পরিস্থিতি হলে- তার আগে জেলা প্রশাসনের সমন্বয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন