WB Election 21: ভোটের আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর

প্রয়াত প্রার্থী রেজাউল হক
প্রয়াত প্রার্থী রেজাউল হক
Published on

ভোটের আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর রেজাউল হকের। আজ ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর। আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় সামসেরগঞ্জ আসনে ভোটগ্রহণ।

দু'দিন আগেই জ্বর সহ করোনার প্রাথমিক কিছু লক্ষণ দেখা দেয় রেজাউল হকের শরীরে। ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করেন তিনি। বুধবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় ওইদিনই তাঁকে প্রথমে জঙ্গিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয় তাঁকে। রাতেই কলকাতা নিয়ে আসা হয় তাঁকে এবং বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হয় তাঁর।

এই প্রথম রাজ‍্যে কোনো প্রার্থীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো। রেজাউল হকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in