কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়, ISF-এর বিরুদ্ধে অভিযোগ এনে অবস্থানে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা

তৃণমূলের এই অভিযোগের উত্তরে আই এস এফ-এর পক্ষ থেকে জানানো হয় ঝামেলা যা করার তা তৃণমূলই করছে। ভোটারদের বাধা দিচ্ছে। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানানো হয়।
অবস্থানে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা
অবস্থানে তৃণমূল প্রার্থী শওকত মোল্লাছবি সংগৃহীত
Published on

কেন্দ্রীয় বাহিনী নিস্ক্রিয়। এই অভিযোগ তুলে রাস্তায় অবস্থানে বসলেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। তৃণমূল প্রার্থীর অভিযোগ, তাঁর বিরোধী আই এস এফ প্রার্থীর লোকজন বোমাবাজি করলেও কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয়। তারা কোনো ব্যবস্থাই নিচ্ছে না।

এদিন সকালে মগরাহাট পশ্চিম কেন্দ্রেও একই ঘটনা নজরে পড়ে। সেখানেও আই এস এফ প্রার্থী মইদুল ইসলামের সঙ্গে দফায় দফায় বিতর্কে জড়ান তৃণমূল প্রার্থী গিয়াসুদ্দিন মোল্লা এবং তাঁর দলবল। একসময় তাঁকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে ভোটকেন্দ্রের সামনেই অবস্থানে বসেন আই এস এফ প্রার্থী।

রাজ্যে তৃতীয় দফার ভোটের দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলে ভোটকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে শুরু করে। ক্যানিং পূর্ব কেন্দ্রের বুলেনগড় এলাকায় উদ্ধার করা হয় বেশ কিছু তাজা বোমা। যদিও তৃণমূল প্রার্থীর অভিযোগ কেন্দ্রীয় বাহিনিকে জানানো সত্ত্বেও তারা বিষয়টিতে কোনো গুরুত্ব দেননি। এরপরেই রাস্তায় অবস্থানে বসেন শওকত মোল্লা।

তৃণমূলের এই অভিযোগের উত্তরে আই এস এফ-এর পক্ষ থেকে জানানো হয় ঝামেলা যা করার তা তৃণমূলই করছে। ভোটারদের বাধা দিচ্ছে। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানানো হয়।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in