WB Election 21: শেষ দফার ভোটের দিন খাস কলকাতায় বোমাবাজি, মহাজাতি সদনের সামনে পড়লো বোমা

জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থীর অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। অপরদিকে বিজেপি প্রার্থীর অভিযোগ, সকালেই ওই এলাকায় তাঁর যাওয়ার কথা ছিল। তাঁকে আটকাতেই তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে।
WB Election 21: শেষ দফার ভোটের দিন খাস কলকাতায় বোমাবাজি, মহাজাতি সদনের সামনে পড়লো বোমা

ভোটের দিন খাস কলকাতায় চললো বোমাবাজি। ভোট শুরুর এক ঘন্টার মধ্যে সকাল ৮টা নাগাদ কেঁপে উঠলো সেন্ট্রাল অ‍্যাভিনিউয়ে মহাজাতি সদন এলকা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

সেইসময় ফুটপাতের ওপরে থাকা কয়েকজনের স্থানীয়দের কথায়, পরপর দুটি বোমা ছোঁড়া হয়। বোমার ভিতরে স্প্লিন্টার হিসেবে লোহার‌ বল ছিল। তবে সকাল সকাল রাস্তা ফাঁকা থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। অপরদিকে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের অভিযোগ, সকালেই ওই এলাকায় তাঁর যাওয়ার কথা ছিল। তাঁকে আটকাতেই তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে।

রাজ‍্যে চলছে অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণ। ৪ জেলার ৩৫ আসনে ভোটগ্রহণ চলছে। করোনা পরিস্থিতিতে চূড়ান্ত সতর্কতার অবলম্বন করে চলছে ভোটগ্রহণ।

শেষ দফায় যে ৩৫ কেন্দ্রে ভোট চলছে সেগুলি হলো -

কলকাতা: জোড়াসাঁকো, বেলেঘাটা, মানিকতলা, শ্যামপুকুর, কাশিপুর-বেলগাছিয়া, চৌরঙ্গী ও এন্টালী

মালদা: মানিকচক, ইংলিশবাজার, মালদা, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর

মুর্শিদাবাদ: খড়গ্রাম, বড়োয়া, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গী

বীরভূম: দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসান, নলহাটি এবং মুরারই

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in