

দক্ষিণ ২৪ পরগণার গোসাবায় বোমা বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গতকাল গভীর রাতে গোসাবার বাদামতলা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হয় ৬ জন। বিজেপির দাবি, আহত সকলেই তাদের সদস্য এবং রাজ্যের শাসকদল এই হামলা চালিয়েছে। অপরদিকে তৃণমূলের দাবি, বোমা বাঁধতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন শোভন দেবনাথ, সুজন কুরালি, মহাদেব নায়েক, বিক্রম শীল, অর্পণ দেবনাথ, মহাদেব নায়েক এবং অনাথ মন্ডল নামের স্থানীয় ৬ বিজেপি কর্মী। আচমকা তাঁদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে কিছু দুষ্কৃতি। ঘটনায় ৬ জনই গুরুতর জখম হয়। এঁদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতরা প্রত্যেকেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে।
আহতদের পরিবার এবং বিজেপি উভয়ের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে। অপরদিকে তৃণমূলের পাল্টা দাবি সদ্য বিজেপিতে যোগ দেওয়া স্থানীয় নেতা বরুণ প্রামাণিকের মদতে বিজেপি কর্মী বলরাম মন্ডলের বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। বোমা বাঁধতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন