WB Election 21: জলপাইগুড়িতে প্রার্থী ঘোষণার পর বিজেপি কর্মীদের বিক্ষোভ, পার্টি অফিস ভাঙচুর

হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি কর্মীরা। পুলিশকে রীতিমত হিমসিম খেতে হয়েছে সেই বিক্ষোভ সামাল দিতে।
জলপাইগুড়ির টাউন মন্ডল-১ পার্টি অফিস ভাঙচুর কর্মীদের
জলপাইগুড়ির টাউন মন্ডল-১ পার্টি অফিস ভাঙচুর কর্মীদের নিজস্ব চিত্র
Published on

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর যেমন একের পর এক বিধায়কের দল ছাড়ার হিড়িক পড়েছে। একইভাবে সেই চিত্র দেখা গেল বিজেপির অন্দরেও। প্রার্থী নিয়ে বিজেপির বিক্ষোভ চলছে রাজ্যের সর্বত্রই। বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ- প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপোষণ করা হয়েছে। ব্রাত্য রয়ে গেছেন পুরানো কর্মীরা। দক্ষিণবঙ্গের পর এবার বিজেপি কর্মীদের বিক্ষোভ উত্তরবঙ্গেও। জলপাইগুড়ির টাউন মন্ডল-১ পার্টি অফিস ভাঙচুর কর্মীদের।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in