WB Election 21: বিজেপি “অশান্তি” আনবে, অশোক দিন্দার টুইটে হাসির ঝড় নেট দুনিয়ায়

আপাতত বিজেপি প্রার্থী অশোক দিন্দার টুইট নেট নাগরিকদের কাছে হাসির খোরাক
অশোক দিন্দা
অশোক দিন্দা
Published on

মঙ্গলবার তৃতীয় দফা ভোটের দিন রাজ্যে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানাতে বিজেপি প্রার্থীর বেফাঁস টুইটে আপাতত সরগরম নেট দুনিয়া। আপাতত বিজেপি প্রার্থী অশোক দিন্দার টুইট নেট নাগরিকদের কাছে হাসির খোরাক। কী লিখেছেন দিন্দা?

'আর নয় রাজনৈতিক হত্যা। আসবে অশান্তি। শান্তির বার্তা নিয়ে বঙ্গে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদীজি। এবার আসবে আসল পরিবর্তন।'

তবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে "অশান্তি" শব্দটি যে ভুলবশত লেখা হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সেটা বুঝতে পারছেন সবাই। এর আগেও অনেকবার অনেকে এইরকম ভুল টুইট করেছেন, সে নামের ক্ষেত্রে হোক বা কোনও তথ্যের ক্ষেত্রে। তখন ভুলটাকে মুছে আবার টুইট করেন তাঁরা। কিন্তু এই টুইট করার পর প্রায় ২২ ঘণ্টা কেটে গেল এখনও তা ডিলিট করেননি দিন্দা।

অনেকে লিখেছেন, ভুল করেই সত্যি কথাটা বলে ফেলেছেন দিন্দা। কেউ লিখেছেন, আপনি খুব সৎ সত্যি কথাটা বলে দিয়েছেন। আবার এক নেটিজেন কটাক্ষ করে লিখছেন, দিলীপ ঘোষ বলছেন ‘রগড়ে দেব’। দিন্দা বলছেন বিজেপি অশান্তি আনবে। বিজেপির নেতারা বড়ই সৎ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in