

প্রকাশিত হলো বিজেপির ১৪৮ কেন্দ্রের প্রার্থী তালিকা। দীর্ঘ দু'দশক পর ফের ভোটের ময়দানে নামছেন মুকুল রায়। কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী হচ্ছেন তিনি। প্রার্থী হচ্ছেন সাংসদ জগন্নাথ সরকার। তারকা প্রার্থীর পাশাপাশি রয়েছেন তৃণমূল-ত্যাগীরাও। সবমিলিয়ে বেশ চমক রয়েছে প্রার্থী তালিকায়।
একনজরে বিজেপির প্রার্থী তালিকায় থাকা উল্লেখযোগ্যরা-
১.কৃষ্ণনগর উত্তর - মুকুল রায়
২.শান্তিপুর - জগন্নাথ সরকার
৩.পানিহাটি - সন্ময় বন্দ্যোপাধ্যায়
৪.বরানগর - অভিনেত্রী পার্নো মিত্র
৫.বিধাননগর - সব্যসাচী দত্ত
৬.রাজারহাট গোপালপুর - শমীক ভট্টাচার্য
৭.আসানসোল - অগ্নিমিত্রা পাল
৮.বীজপুর - শুভ্রাংশু রায়
৯.ভবানীপুর - রুদ্রনীল ঘোষ
১০.কামারহাটি - রাজু বন্দ্যোপাধ্যায়
১১.ভাটপাড়ায় - পবন সিংহ
১২.শিলিগুড়ি - শঙ্কর ঘোষ
১৩.পান্ডবেশ্বর - জিতেন্দ্র তিওয়ারি
১৪.খড়দহ - শীলভদ্র নন্দ
১৫.দমদম - বিমলশঙ্কর নন্দ
*সম্পূর্ণ তালিকা আসছে ...
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন