
এখনও প্রায় চার দফার প্রার্থী ঘোষণা বাকি বিজেপির। কিন্তু আর বেশি দেরি নয়। খুব শীঘ্রই বাকি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে গেরুয়া শিবির। বুধবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক শেষে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বুধবার সন্ধ্যায় চারজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তারমধ্যে আছেন পাপিয়া অধিকারী। বাকি আসনের জন্য শোনা যাচ্ছে বেশ কিছু হেভিওয়েট নাম। সেই তালিকায় আছেন মুকুল রায়, দিলীপ ঘোষ, এমনকী সাংসদ জগন্নাথ সরকারও। এদের মধ্যে দিলীপ ঘোষের টিকিট পাওয়ার সম্ভাবনা কিছুটা কম। তবে মুকুল রায় টিকিট পাচ্ছেন, এটা প্রায় নিশ্চিত। যদিও বাবুল সুপ্রিয় এই বিষয়ে মুখ খোলেননি।
সংবাদসংস্থাকে তিনি বলেন, যে এক দুই-দিনের মধ্যেই বাকি নাম জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন আসানসোলের সাংসদ বাবুল। তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অরূপ বিশ্বাস। প্রথমদিন প্রচারে নেমে দুর্নীতির অভিযোগে অরূপ বিশ্বাস বিঁধেছিলেন বাবুলকে। তৃণমূলের মতোই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর নানা জায়গায় বিক্ষোভ দেখা গিয়েছে কর্মী-সমর্থকদের মধ্যে। প্রার্থী পছন্দ না হওয়ায় বদলে দেওয়ার দাবিতে হেস্টিংসে বিজেপির দফতরে বিক্ষোভ হয়েছে। কলকাতায় জেপি নাড্ডা, অমিত শাহ তা বুঝতে পেরেছিলেন। তাই তড়িঘড়ি রাজ্যের শীর্ষ নেতাদের ডেকে বৈঠক করেন বলে সূত্রের খবর। আদি ও নব্য বিজেপির মধ্যে টানাপোড়েন ক্রমশ প্রকাশ্যে আসছে। কেন এরকম হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় নেতারা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন