WB Election 2021: রাজ্যে ভোট সামলাবেন ৫০০ পর্যবেক্ষক

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছিলেন, এবারের নির্বাচনে কোনও সিভিক পুলিশ ভলান্টিয়ারকে কাজে লাগানো হবে না।
WB Election 2021: রাজ্যে ভোট সামলাবেন ৫০০ পর্যবেক্ষক
ফাইল ছবি সংগৃহীত
Published on

৫ মার্চ, কলকাতা- নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী একুশে বিধানসভা নির্বাচনে ভোট হতে চলেছে আট দফায়। ভোট সামলাবেন পাঁচশোর বেশি পর্যবেক্ষক। বুধবার কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় থাকবেন তিনজন বিশেষ পুলিশ আর প্রত্যেক বিধানসভা আসনে দুজন সাধারণ পর্যবেক্ষক।

চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে লাগানো হবে না। রাজ্যের বাম-সহ বিরোধী দলের দাবি ছিল, চুক্তিভিত্তিক, অস্থায়ী কর্মীদের যেন না নেওয়া হয়। কমিশন সেই দাবি মেনে নিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছিলেন, এবারের নির্বাচনে কোনও সিভিক পুলিশ ভলান্টিয়ারকে কাজে লাগানো হবে না।

বুধবার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে নির্বাচন কমিশনের ভার্চুয়াল বৈঠকে ঠিক হয়, কোনও রকম পক্ষপাতিত্ব ছাড়াই জেলাশাসক ও পুলিশ সুপারদের উপস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ইতিমধ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বেশিরভাগটাই চলে এসেছে। আগামী এক সপ্তাহের মধ্যে আরও ১৭০ বাহিনী চলে আসবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in