
৫ মার্চ, কলকাতা- নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী একুশে বিধানসভা নির্বাচনে ভোট হতে চলেছে আট দফায়। ভোট সামলাবেন পাঁচশোর বেশি পর্যবেক্ষক। বুধবার কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় থাকবেন তিনজন বিশেষ পুলিশ আর প্রত্যেক বিধানসভা আসনে দুজন সাধারণ পর্যবেক্ষক।
চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে লাগানো হবে না। রাজ্যের বাম-সহ বিরোধী দলের দাবি ছিল, চুক্তিভিত্তিক, অস্থায়ী কর্মীদের যেন না নেওয়া হয়। কমিশন সেই দাবি মেনে নিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছিলেন, এবারের নির্বাচনে কোনও সিভিক পুলিশ ভলান্টিয়ারকে কাজে লাগানো হবে না।
বুধবার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে নির্বাচন কমিশনের ভার্চুয়াল বৈঠকে ঠিক হয়, কোনও রকম পক্ষপাতিত্ব ছাড়াই জেলাশাসক ও পুলিশ সুপারদের উপস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ইতিমধ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বেশিরভাগটাই চলে এসেছে। আগামী এক সপ্তাহের মধ্যে আরও ১৭০ বাহিনী চলে আসবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন