
চতুর্থ দফার ভোটের বলি একাধিক প্রাণ। অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর চালানো গুলিতে মৃত্যু হলো ৪ জনের। কোচবিহারের শীতলকুচির ঘটনা।
শীতলকুচির জোড় পাটকির কাজিপাড়ার ১২৬ নম্বর বুথের বাইরে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, আটজনের গুলি লেগেছে। তৃণমূলের দাবি, মৃতেরা তাদের সমর্থক। এই ঘটনার টেকেন অ্যাকশন রিপোর্ট তলব করেছে কমিশন। কেন্দ্রীয় বাহিনীর গুলিতেই মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।
এর আগে এদিন সকালে শীতলকুচির পাঠানপুলি এলাকায় বুথের বাইরেই ব্যাপক গুলি চলে। সেই ঘটনায় ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা আনন্দ বর্মন নাম ১৮ বছরের এক কিশোরের মৃত্যু হয়। যদিও সেই ঘটনায় তৃণমূল-বিজেপি উভয় পক্ষই গুলি চালিয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। তৃণমূল ও বিজেপি উভয়েই দাবি করেছে মৃত যুবকের তাদের সমর্থক। এই ঘটনারও রিপোর্ট তলব করেছে কমিশন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন