Zinedine Zidane: কেন ছাড়লেন রিয়েল মাদ্রিদ? খোলা চিঠিতে জানালেন জিজু

"আমি চলে যাচ্ছি, কারণ আমি মনে করি, ক্লাবটি আর আমার প্রতি আস্থা রাখছে না।"
জিনেদিন জিদান
জিনেদিন জিদানফাইল ছবি

রিয়েল মাদ্রিদের দায়িত্ব নিজ হাতে ছেড়েছেন জিনেদিন জিদান। কিন্তু কেনো? সমস্ত মাদ্রিদিস্তাদের জন্য খোলা চিঠি দিয়েছেন ফরাসি তারকা। যেখানে তিনি বলেছেন, "আমি চলে যাচ্ছি, কারণ আমি মনে করি, ক্লাবটি আর আমার প্রতি আস্থা রাখছে না।"

জিনেদিন জিদানের হাত ধরে রিয়েল মাদ্রিদ স্বর্ণযুগ কাটিয়েছে। পরপর তিনটি চ্যাম্পিয়নস লীগ জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা। এছাড়াও দুটো লা লিগা শিরোপা আসে জিজুর হাত ধরে। তবে ২০০৯-১০ মরশুমের পর আবার ট্রফি হীন মরশুম কাটাতে হচ্ছে তাদের। এদিকে জিনেদিন জিদানও পদত্যাগ করেছেন ম্যানেজারের পদ থেকে।

জিনেদিন জিদান তাঁর আবেগঘন খোলা চিঠিতে বলেছেন, " প্রিয় মাদ্রিদ ভক্তরা, প্রায় ২০ বছর আগে যখন প্রথম আমি মাদ্রিদে আসি, সাদা জার্সি গায়ে চাপাই, সেদিন থেকেই আমাকে ভালোবাসা দিয়ে এসেছ। এই চিঠিটা আমি লিখতে চেয়েছি, কারণ তোমাদের বিদায় জানাতে চাই এবং আমার কোচিং ছাড়ার কারণ ব্যাখ্যা করতে চাই।“

“আমি চলে যাচ্ছি, তবে আমি কোচিংয়ে ক্লান্ত হয়ে পড়িনি। মে ২০১৮ তে আমি চলে গিয়েছিলাম কারণ আড়াই বছর ধরে, এতগুলি বিজয় এবং এতগুলো ট্রফি জয়ের পর আমি অনুভব করেছিলাম যে দলকে সর্বোচ্চ স্তরে রাখতে একটি নতুন পদ্ধতির প্রয়োজন। এই মুহূর্তে, বিষয়গুলি আলাদা। আমি চলে যাচ্ছি কারণ আমি মনে করি যে ক্লাবটির আর আমার উপর আস্থা নেই, যতটা আমার প্রয়োজন।

আমি ফুটবলটা জানি এবং আমি রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের চাহিদাও জানি। আমি জানি আপনি যখন জিতবেন না, আপনাকে চলে যেতে হবে। তবে এটির সাথে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যাওয়া হয়েছে আমি দিনের পর দিন যা তৈরি করেছি। ভুলে যাওয়া হয়েছে আমি খেলোয়াড়দের সাথে আমার সম্পর্ককে কিভাবে তৈরি করেছি , ভুলে যাওয়া হয়েছে দলের সাথে এবং আশেপাশে কাজ করা আরও দেড়শ মানুষের সাথে আমার সম্পর্কের কথা।"

চিঠিতে তিনি আরও বলেছেন," আমরা সবাই মিলে যেটা অর্জন করেছি তার প্রতি শ্রদ্ধা থাকুক। আমি আশা করেছিলাম, ক্লাব ও প্রেসিডেন্টের সঙ্গে আমার সম্পর্ক গত কয়েক মাসে অন্য সব কোচদের চেয়ে আলাদা হবে। আমি কোনো সুবিধা আশা করিনি। এই সময়ে বড় ক্লাবের ডাগআউটে কোচদের আয়ু দুই মরশুমের মতো। এর চেয়ে বেশি সময় থাকতে হলে ভালো সম্পর্কটা দরকার। অর্থ, খ্যাতি কিংবা অন্য যে কোনো কিছুর চেয়েও এটা বেশি জরুরি। তাদের যত্ন নেওয়া প্রয়োজন।“

তিনি লেখেন, "আমার খুব খারাপ লেগেছি যখন আমাকে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছে পরের ম্যাচটা হারলেই আমার চাকুরি চলে যাবে কি না। আমার ভাগ্য ভালো, আমার এমন একটা স্কোয়াড ছিলো যারা জীবনও দিতে পারে আমার জন্য। যখন সবকিছু খারাপের দিকে যাচ্ছিলো তারা দারুণ জয়ে আমাকে বাঁচিয়েছে। তারা আমার ওপর আস্থা রেখেছে, আমিও তাদের ওপর আস্থা রেখেছি। অবশ্যই আমি বিশ্বের সেরা কোচ নই। কিন্তু খেলোয়াড়, মেম্বার, কোচিং স্টাফ বা রিয়ালের যে কারও যে শক্তি আর আত্মবিশ্বাস দরকার, সেটা আমি দিতে পারি বলেই অনুমান করি। আমি জানি দল কী চায়। মাদ্রিদে ২০ বছরে আমি শিখেছি ভক্তরা সবসময় জয় চায়। কিন্তু তার আগে কোচ, স্টাফ, খেলোয়াড়সহ সবাইকে নিজেদের সেরাটা দিতে হবে। আমি নিশ্চিত করতে পারি, সেই শতভাগ আমি দিয়েছি।"

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in