Heath Streak: বেঁচে আছেন জিম্বাবোয়ের কিংবদন্তি অলরাউন্ডার হিথ স্ট্রিক

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছিল, ক্যানসার আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রাক্তন অলরাউন্ডার। কিন্তু সেই খবর যে ভুয়ো তার প্রমাণ দিয়েছেন হেনরি ওলোনগা।
হিথ স্ট্রিক
হিথ স্ট্রিকছবি - সংগৃহীত

বেঁচে আছেন ৪৯ বছর বয়সী জিম্বাবোয়ের প্রাক্তন তারকা অলরাউন্ডার হিথ স্ট্রিক। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভুয়ো মৃত্যুর খবর ছড়ানো হয়েছে বলেই দাবি করেছেন আরেক তারকা ক্রিকেটার হেনরি ওলোনগা।

বুধবার সোশ্যাল মিডিয়ায় হিথ স্ট্রিকের মৃত্যুর খবর ভাইরাল হয়। দাবি করা হয়েছিল, ক্যানসার আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রাক্তন অলরাউন্ডার। কিন্তু সেই খবর যে ভুয়ো তার প্রমাণ দিয়েছেন হেনরি ওলোনগা।

ট্যুইটারে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট দিয়ে ওলোনগা লেখেন, "আমি সকলকে নিশ্চিত করতে পারি যে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিয়ে গুজব ছড়ানো হয়েছে। আমি তাঁর কাছ থেকেই শুনলাম যে তিনি এখন স্থিতিশীল রয়েছেন। তৃতীয় আম্পায়ার তাঁকে আবার ডেকে নিয়েছেন। তিনি বেঁচে আছেন।" ওই স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।

তবে প্রাক্তন তারকা যে সম্পূর্ণ সুস্থ তেমনটাও নয়। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছেন। চিকিৎসকরাও জানিয়েছিলেন, বাঁচার আসা খুবই কম। সেই দেশের একাধিক মন্ত্রীও একই কথা বলেছিলেন। তবে তিনি প্রয়াত হননি।

১৯৯৩ সালে জিম্বাবোয়ের হয়ে অভিষেক হয় হিথ স্ট্রিকের। ২০০৫ সালে জাতীয় দল থেকে অবসর নেন। ওয়ান ডে ও টেস্ট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৫০০০ রান করেছেন। উইকেট নিয়েছেন ৪৫৫টি। দেশের হয়ে ৬৮টি ওয়ান ডে এবং ২১টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছেন।

হিথ স্ট্রিক
East Bengal: সারদার চার্জশিটে নাম জড়ালো ইস্টবেঙ্গল শীর্ষকর্তার!
হিথ স্ট্রিক
ICC World Cup 23: ইডেনে কবে বিশ্বকাপ আসছে জানেন?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in