
রাফায়েল ভারানের জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় হুয়েস্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়েল মাদ্রিদ। প্রথমে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত কষ্টার্জিত জয় এসেছে জিদান শিবিরে। সেইসঙ্গে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্প্যানিশ জায়ান্টরা।
অবনমন তালিকায় থাকা লীগ টেবিলের ২০ নম্বর দল হুয়েস্কা এদিন চেপে ধরে রিয়েলকে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় তারা। ৪৮ মিনিটে সিনজি ওকাজাকির পাস থেকে গোল করে হুয়েস্কাকে এগিয়ে দেন জাভি গালান।
হুয়েস্কার একের পর এক আক্রমণে নাজেহাল হওয়া রিয়েল সমতা ফিরে পায় ৫৫ মিনিটে। ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে গোল করে জিদানকে স্বস্তি এনে দেন।
রিয়েল গোলরক্ষক থিবু কার্তোয়া এদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন। দুটি বল বার পোস্টে লেগে ফিরে আসায় হতাশ হয় হুয়েস্কাও। ৭৭ মিনিটে আবার রিয়েলের হয়ে এক সহজ সুযোগ মিস করেন করিম বেনজেমা। অবশেষে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে রিয়েলকে তিন পয়েন্ট এনে দেন ভারানে।
গুরুত্বপূর্ণ জয় পেয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ দুই ম্যাচ কম খেলে রিয়েলের থেকে ৭ পয়েন্ট এগিয়ে রয়েছে। তবে জিদানদের শিরোপা জয়ের আশা বিন্দুমাত্র শেষ হয়ে যায়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন