Yash Dhull: রঞ্জি অভিষেকেই অনবদ্য শতরান জুড়লেন যুব বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক যশ ধুল

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে দুরন্ত প্রদর্শন করেছেন ধুল। দেশে ফিরে আইপিএলের টিকিটও পান তিনি। দিল্লি ক্যাপিটালস ৫০ লক্ষ টাকায় কেনে তাঁকে।
যশ ধুল
যশ ধুলফাইল ছবি
Published on

রঞ্জি অভিষেকেই অনবদ্য শতরান জুড়লেন ভারতের যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক যশ ধুল। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে দুরন্ত প্রদর্শন করেছেন ধুল। দেশে ফিরে আইপিএলের টিকিটও পান তিনি। দিল্লি ক্যাপিটালস ৫০ লক্ষ টাকায় কেনে তাঁকে। এবার রঞ্জি অভিষেকেও আলো ছড়ালেন দিল্লির তরুণ তুর্কি।

যুব বিশ্বকাপে ভারতকে জেতানোর পর সিনিয়র ক্রিকেটে দিল্লির রঞ্জি ট্রফির স্কোয়াডে জায়গা করে নেন ধুল। বৃহস্পতিবার রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে ফার্স্ট ক্লাস ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে তাঁর। আর অভিষেক ম্যাচেই অনবদ্য এক শতরান জুড়ে ১৯ বর্ষীয় ক্রিকেটার জানিয়ে দেন, ভারতীয় দলের ভবিষ্যতের ভরসা হতে চলেছেন তিনি।

গুয়াহাটিতে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জির এলিট গ্রুপ এইচের ম্যাচে দিল্লির হয়ে ওপেন করতে নেমে শতরান পূর্ণ করেন ধুল। মাত্র ৫৭ বলে অর্ধ শতরান জোড়ার পর দ্বিতীয় সেশনে ব্যক্তিগত শতরান করেন তিনি। কার্যত ঝড়ো ইনিংস খেলে মাত্র ১৩৩ বলে সেঞ্চুরি করেন ধুল।

শতরান পূর্ণ করার অল্প সময় বাদেই আউট হয়ে যান যশ। ১৫০ বলে ১১৩ রানের মহামূল্যবান ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংস সাজানো রয়েছে ১৮ টি বাউন্ডারির মাধ্যমে।

যশ ধুল
UCL: ফিরমিনো-সালাহর গোলে জয় পেলো লিভারপুল, বায়ার্নের বিপক্ষে চমক সালজবুর্গের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in