১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য যশপাল শর্মা প্রয়াত
প্রয়াত ভারতের হয়ে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা। মঙ্গলবার প্রথম সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬। বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের মৃত্যুতে ক্রীড়া জগতে নেমে এসেছে শোকের ছায়া।
১৯৫৪ সালের ১১ ই আগস্ট লুধিয়ানাতে তিনি জন্মগ্রহণ করেন। পাঞ্জাবের এই ক্রিকেটার মিডল অর্ডারে এক বিশ্বস্ত স্তম্ভ ছিলেন। ১৯৮৩ বিশ্বকাপে তাঁর খেলা দুটি ইনিংস চিরস্মরণীয় হয়ে থাকবে। একটি ৮৯ রানের ম্যাচ উইনিং ইনিংস, যার দ্বারা ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার থামায় ভারত। অন্যটি সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে দলের হয়ে ৬১ রান করেন যশপাল। যা ওই ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ।
১৯৭৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে যশপালের। দেশের জার্সিতে ৩৭ টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। দুটি শতরান এবং ৯ টি অর্ধশতরানের সৌজন্যে ৩৩ গড়ে ১৬০৬ রান করেন।
টেস্ট ক্রিকেটে অভিষেকের পরের বছরই একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ঘটে যশপালের। একদিবসীয় ক্রিকেটে ২৮.৪৮ গড়ে ৮৮৩ রান করেন।
রঞ্জি ট্রফিতে তিনটি দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন যশপাল। পাঞ্জাব, হরিয়ানা এবং রেলওয়েজের হয়ে ১৬০ টি ম্যাচ খেলেছেন। ২১ টি শতরানের সৌজন্যে রান করেছেন ৮,৯৩৩।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

