

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের চতুর্থ দিনের খেলা এখনও পর্যন্ত শুরু করা সম্ভব হয়নি। তার কারণ বৃষ্টি। সাউদাম্পটনে আজও সকাল থেকে বৃষ্টির দাপট। প্রথম সেশনের সময় অতিবাহিত হওয়ার পর অফিসিয়ালি মধ্যাহ্ন ভোজনের বিরতি দিয়ে দেওয়া হয়। এরপর দ্বিতীয় সেশনেও বৃষ্টি থামার লক্ষণ নেই। কার্যত চতুর্থ দিনের খেলাও ভেস্তে গেলো।
ফাইনাল শুরুর আগের দিন থেকেই ভারী বৃষ্টি শুরু হয় সাউদাম্পটনে। আবহবিদদেরা জানান টেস্টের পাঁচ দিন এমনকি রিজার্ভ ডে তেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম দিনে টসই সম্ভব হয়নি। দ্বিতীয় দিনে এবং তৃতীয় দিনে খেলা হলেও পর্যাপ্ত আলোর অভাবে দিনের সম্পূর্ণ খেলা ব্যহত হয়। আজ চতুর্থ দিনে আবারও বৃষ্টির ভ্রুকুটি।
কাইল জেমিসনের দুরন্ত পাঁচ উইকেটের সুবাদে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২১৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে গতকাল ২ উইকেট হারিয়ে ১০১ রানে খেলা শেষ হয় নিউজিল্যান্ডের। টম লেথাম করেন ৩০ রান এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম অর্ধশতরানটি আসে ডেভন কনওয়ের(৫৪)ব্যাট থেকে। ব্যাট ধরার জন্য প্রস্তুত রয়েছেন কেন উইলিয়ামসন(১২*)এবং রস টেলর।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন