Wriddhiman Saha: ক্ষোভ গলে জল! সৌরভের সঙ্গে দেখা সস্ত্রীক ঋদ্ধির, পরের মরসুমে বাংলায় ফেরার ইঙ্গিত

People's Reporter: ২০২২ সালে ঋদ্ধিমান ভারতীয় দল থেকে বাদ যান তখন বোর্ড সভাপতি ছিলেন সৌরভ। আর বাদ পড়ার পরেই সৌরভের দিকে আঙ্গুল তুলেছিলেন ঋদ্ধিমান সাহা।
Wriddhiman Saha: ক্ষোভ গলে জল! সৌরভের সঙ্গে দেখা সস্ত্রীক ঋদ্ধির, পরের মরসুমে বাংলায় ফেরার ইঙ্গিত
ছবি - সংগৃহীত

বরফ গললো সৌরভ গাঙ্গুলি আর ঋদ্ধিমান সাহার সম্পর্কে। ঋদ্ধি তাঁর স্ত্রী রোমি সাহাকে নিয়ে সৌরভ গাঙ্গুলির অফিসে যান। সঙ্গে ছিলেন সৌরভের বন্ধু সঞ্জয় দাসও। দীর্ঘক্ষণ কথা হয় বাংলা ক্রিকেটের অন্যতম দুই সেরা ক্রিকেটারের মধ্যে। শোনা যাচ্ছে পরের মরসুমে ত্রিপুরা ছেড়ে বাংলায় আসতে পারেন ঋদ্ধি। দুজনের মধ্যে আলোচনাও হয় সেই বিষয়।

বাংলা ছেড়ে ঋদ্ধিমান ত্রিপুরাতে গিয়ে ভালো খেললেও দলের পারফরমেন্স খুব একটা আহামরি ছিল না। তবুও ক্যাপ্টেন ঋদ্ধিমানের নেতৃত্বে ত্রিপুরার পারফরমেন্স কিন্তু আগের থেকে উন্নতি করে। তবে এবার ঋদ্ধি তাঁর বাংলায় ফিরতে চাইছেন। ঋদ্ধির সঙ্গে বাংলা ছেড়ে ত্রিপুরাতে যাওয়া সুদীপ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই বাংলায় ফিরেছেন। এবার ঋদ্ধির পালা।

প্রসঙ্গত, ২০২২ সালে ঋদ্ধিমান ভারতীয় দল থেকে বাদ যান, তখন বোর্ড সভাপতি ছিলেন সৌরভ। বাদ পড়ার পরেই সৌরভের দিকে আঙ্গুল তুলে ঋদ্ধি বলেছিলেন, 'কাঁধে অস্ত্রোপচারের পর আমি টিমে নিয়মিত ছিলাম না। পন্থকে যখন নিউজিল্যান্ড সিরিজে ছুটি দেওয়া হয়েছিল, আমি খেলেছিলাম। ঘাড়ের ব্যথা নিয়েও রান করেছিলাম। দাদি (সৌরভ গাঙ্গুলি) বলেছিল, যতদিন আমি আছি, তোকে কিছু ভাবতে হবে না। দাদির কথা শুনে খুব স্বাভাবিক ভাবেই মনোবল বেড়ে গিয়েছিল। কিন্তু সাউথ আফ্রিকা সিরিজের পর যখন উল্টো হল, তখন সত্যিই হতবাক হয়ে গিয়েছিলাম। দাদি কথা রাখেননি। একটা সিরিজে কী এমন হলো? আমার বয়স কি হঠাৎই বেড়ে গেল নাকি?'

এরপরেই সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস ঋদ্ধির বাংলার প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। তারপর বাংলা ছেড়ে ত্রিপুরায় যাওয়ার সিদ্ধান্ত নেন ঋদ্ধি। সেই সময়ের সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ঋদ্ধিকে বাংলায় থেকে যাওয়ার অনুরোধ করলেও তিনি শোনেনি।

তবে এবার তিনি বাংলায় ফিরতে চান। ২০২২ সালে ঋদ্ধির হাত ধরে গুজরাট টাইটান্স আইপিএলে চ্যাম্পিয়ন হয় আর গতবার রানার্স হয়। যদিও এবারে ভালো পারফরমেন্স করতে পারেননি ভারতের অন্যতম সেরা উইকেটকিপার। আর বেশিদিন হয়তো ক্রিকেট খেলবেন না ঋদ্ধি। সেই কারণে নিজের বাংলা থেকেই অবসর নিতে চান তিনি।

Wriddhiman Saha: ক্ষোভ গলে জল! সৌরভের সঙ্গে দেখা সস্ত্রীক ঋদ্ধির, পরের মরসুমে বাংলায় ফেরার ইঙ্গিত
EXCLUSIVE: এশিয়ার সেরা হয়েও প্যারিস না যাওয়ার আক্ষেপ কমছে না দীপার
Wriddhiman Saha: ক্ষোভ গলে জল! সৌরভের সঙ্গে দেখা সস্ত্রীক ঋদ্ধির, পরের মরসুমে বাংলায় ফেরার ইঙ্গিত
IPL 2024: ১০ বছর পর চ্যাম্পিয়ন কলকাতা, কার ঝুলিতে কোন পুরস্কার? দেখুন একনজরে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in