ঋদ্ধিমান সাহা
ঋদ্ধিমান সাহাফাইল ছবি সংগৃহীত

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাদ ঋদ্ধি - কারণ কি দেখালেন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা?

নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ রান করা সত্ত্বেও বাংলার ক্রিকেটারকে কেনো টেস্ট দলে রাখা হয়নি, তা নিয়ে উঠছে প্রশ্ন। ৩৭ বর্ষীয় তারকাকে কি কেবলমাত্র বয়সের কারণে দল থেকে বাদ পড়তে হয়েছে?

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। রোহিত শর্মার অধিনায়কত্বে থাকা এই স্কোয়াডে জায়গা হয়েছে অনেক নতুন মুখের। চেতেশ্বর পূজারা, আজিঙ্কে রাহানে, ইশান্ত শর্মার সাথে দল থেকে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ রান করা সত্ত্বেও বাংলার ক্রিকেটারকে কেনো টেস্ট দলে রাখা হয়নি, তা নিয়ে উঠছে প্রশ্ন। ৩৭ বর্ষীয় তারকাকে কি কেবলমাত্র বয়সের কারণে দল থেকে বাদ পড়তে হয়েছে তা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। ঋদ্ধিমানের কেরিয়ার কি তবে এখানেই শেষ!

নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা অবশ্য জানিয়েছেন ঋদ্ধিমান সাহাকে ভারতীয় টেস্ট দল থেকে একেবারেই বাদ দেওয়া হয়নি। একটা সময় বাদে তরুণদের সুযোগ দিতে হয়। তবে কারও জন্য পুরোপুরি ভারতীয় দলের দরজা বন্ধ হয়নি। ঋদ্ধির সামনে সুযোগ রয়েছে রঞ্জিতে ভালো প্রদর্শন করে পুনরায় প্রত্যাবর্তনের। যদিও এবার রঞ্জি ট্রফিতে খেলছেন না ঋদ্ধিমান।

ঋদ্ধি সহ চার ক্রিকেটারকে ঠিক কোন ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে সে প্রসঙ্গে চেতন শর্মা বলেছেন, "কোন ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে, সেটা তো আমি আপনাদের বলতে পারবো না। সেটা আলোচনা করেছে নির্বাচক কমিটি। আমি শুধু এটা বলতে পারি যে ওই চারজনকে শ্রীলঙ্কা সিরিজের জন্য বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি। আমি সকলের সঙ্গে কথা বলেছি। ওদের রঞ্জি ট্রফিতে খেলার অনুরোধ জানিয়েছি। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরাও দেখতে চাই যে এতদিন ম্যাচ না খেলার পর খেলোয়াড়রা কতটা ছন্দে আছে। রঞ্জি ট্রফি তো আন্তর্জাতিক ক্রিকেটে উঠে আসার ক্ষেত্রে একটা মই।"

ঋদ্ধিমান সাহা
IND VS SL: টেস্ট অধিনায়ক হিসাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ দিয়ে অভিযান শুরু রোহিত শর্মার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in