Wrestling World Championships: মঙ্গোলীয় প্রতিপক্ষের কাছে ৭-০ ব্যবধানে হারলেন ভিনেশ ফোগাট

গ্লাসগো, গোল্ড কোস্টের পর বার্মিংহ্যাম। টানা তৃতীয় কমনওয়েলথে সোনা জিতে দেশকে গৌরবান্বিত করেছেন ভিনেশ ফোগাট। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এই অনন্য কীর্তি গড়েন তিনি।
ভিনেশ ভোগত
ভিনেশ ভোগতছবি- সংগৃহীত
Published on

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশীপের প্রথম রাউন্ডে হেরে গেলেন ভিনেশ ফোগাট। মঙ্গলবার বেলগ্রেডে, টানা তিন কমনওয়েলথ গেমসে সোনা জয়ী ভারতীয় কুস্তিগীর ০-৭ ব্যবধানে হারলেন মঙ্গোলিয়ার খুলান বাতখুয়াগের কাছে।

মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৫৩ কেজি বিভাগে এশিয়ান চ্যাম্পিয়নশীপে রূপো জয়ী কুস্তিগীরের বিপক্ষে ফাইনাল সেকেন্ডে ভারসাম্য হারিয়ে ফেলেন ভিনেশ। বাতখুয়াগ প্রথম ভাগে এগিয়ে ছিলেন ৩-০ ব্যবধানে। দ্বিতীয় পিরিয়ডে ভিনেশকে ম্যাটের দিকে পিছিয়ে চার পয়েন্ট অর্জন করে আধিপত্য দেখিয়েই কুস্তি জিতে নেন মঙ্গোলিয়ার কুস্তিগীর।

ঘটনাচক্রে, ভারতের জুনিয়র কুস্তিগীর অন্তিম বাছাই ট্রায়ালে ভিনেশের কাছে ছিটকে যান। সেই অন্তিমই গত মাসের শুরুতে অনুর্ধ্ব-২৩ এশিয়ান মিটে বাতখুয়াগ পরাজিত করেছিলেন।

অংশু মালিকের অনুপস্থিতিতে ভিনেশকেই ফেভারিট ধরা হচ্ছিলো। কারণ বর্তমান চ্যাম্পিয়ন এবং জাপানি সেনসেশন আকারি ফুজিনামি চোটের জন্য নাম প্রত্যাহার করে নেন। তবে দশম বাছাই ভিনেশ প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিলেন। ভারতের আর এক কুস্তিগীর নীলম সিরোহিও দু'বারে রূপো জয়ী রোমানিয়ার এমিলিয়া আলিনা ভুকের কাছে ০-১০ ফলে হেরে গিয়েছেন।

গ্লাসগো, গোল্ড কোস্টের পর বার্মিংহ্যাম। টানা তৃতীয় কমনওয়েলথে সোনা জিতে দেশকে গৌরবান্বিত করেছেন ভিনেশ ফোগাট। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এই অনন্য কীর্তি গড়েন তিনি। তবে ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জয়ী তারকা এই প্রতিযোগীতায় হতাশ করলেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in