'নিন্দুকদের জন্য যোগ্য জবাব' - ডার্বির আগেই কেন এমন বললেন ইস্টবেঙ্গল কোচ?

ইস্টবেঙ্গল কোচ বলেন, লিগ টপার মুম্বইকে হারিয়ে আমরা প্রমাণ করেছি যেকোনো পরিস্থিতিতেই আমরা শক্তিশালী দলকে হারাতে পারি। তবে এটাই প্রথম নয়। ডুরান্ড কাপেও মুম্বইকে আমরা হারিয়েছিলাম।
স্টিফেন কনস্টানটাইন
স্টিফেন কনস্টানটাইনছবি - ইস্টবেঙ্গল এফ সি-র ফেসবুক পেজ

ডার্বির আগে কার্যত হুঙ্কার দিলেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইন। আইএসএলের প্লে অফে যাওয়ার আশা শেষ ইস্টবেঙ্গলের। তবে ঐতিহ্যের ডার্বিতে সম্মানের লড়াই। জিততে পারলে হয়তো সমর্থকদের কিছুটা হলেও দুঃখ মেটানো যাবে।

চলতি মরশুমে লিগ চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই সিটি এফসি। তবে সকলের নজর এখন এশিয়ার অন্যতম সেরা ডার্বির দিকে। আগামী ২৫ ফেব্রুয়ারি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান-ইস্টবেঙ্গল। তার আগে জয় নিয়ে আশাবাদী লাল-হলুদ কোচ। তিনি বলেন, মুম্বইকে ১-০ ব্যবধানে হারানোর পর ছেলেদের মধ্যে আলাদাই আত্মবিশ্বাস এসেছে। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামবো।

তিনি আরও বলেন, লিগ টপার মুম্বইকে হারিয়ে আমরা প্রমাণ করেছি যেকোনো পরিস্থিতিতেই আমরা শক্তিশালী দলকে হারাতে পারি। তবে এটাই প্রথম নয়। ডুরান্ড কাপেও মুম্বইকে আমরা হারিয়েছিলাম। শেষ কয়েকটা ম্যাচ আমরা ভালো খেলছি। লিগে আমাদের শেষ ম্যাচেও পূর্ণ শক্তি দিয়ে জয়ের লক্ষ্যে ঝাঁপাবো।

গতকালের জয় নিয়ে তিনি বলেন, "নিন্দুকদের জন্য হয়তো এটাই যোগ্য জবাব। কারণ, এর আগে অনেক বাজে ভুল করে ম্যাচ হেরেছি আমরা। তাছাড়া, ইস্টবেঙ্গলের মতো বড় দলের কোচ হয়ে কখনও সবাইকে খুশি করা সম্ভব নয়। ছ’টা ম্যাচ জিতে এ বার আইএসএলে আমরা গত দুবারের চেয়ে ভাল ফল করেছি"।

অন্যদিকে সবুজ-মেরুন শিবির প্লে অফের জন্য কোয়ালিফাই করেছে। তবে দলের কোচের বিরুদ্ধে বার বার ক্ষোভ প্রকাশ করেছে সমর্থকরা। দল জিতলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না। শেষ ম্যাচে কেরালার বিরুদ্ধে ৩ পয়েন্ট পেলেও ডার্বিতে ইস্টবেঙ্গলকে হালকা ভাবে নিচ্ছেন না হুয়ান ফেরান্দো। ১৯ ম্যাচ খেলে ৯টি জয়, ৪টি ড্র ও ৬টি হার নিয়ে মোহনবাগান লিগ টেবিলে ৩ নম্বর স্থানে রয়েছে। ইস্টবেঙ্গল ১৯ ম্যাচে ৬টি জয়, ১টি ড্র এবং ১২টি ম্যাচ হেরে নবম স্থানে রয়েছে।

উল্লেখ্য, আইএসএল-র ইতিহাসে যতগুলি ডার্বি হয়েছে এখনও পর্যন্ত একটিতেও জিততে পারেনি লাল-হলুদ। অতীত ভুলে মোহনবাগানের বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই নামতে চাইছে ইস্টবেঙ্গল।

স্টিফেন কনস্টানটাইন
IND vs AUS: শেষ দুই টেস্টের জন্য দল ঘোষণা ভারতের, প্রথম ODI ম্যাচ খেলবেন না রোহিত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in