

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশীপ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা কুস্তিগীর বজরং পুনিয়া। লিগামেন্টের চোট নিয়েই টোকিও অলিম্পিকে নেমেছিলেন বজরং। চোট নিয়ে দেশকে সোনা এনে দিতে না পারলেও তাঁর হাত ধরে ব্রোঞ্জ জিতেছে ভারত। এবার সেই লিগামেন্টের চোটই বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশীপ থেকে ছিটকে দিলো বজরংকে।
অলিম্পিকে অংশ নেওয়ার আগে রাশিয়াতে একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন বজরং। সেখানেই লিগামেন্টে চোট পান। সেই চোট নিয়েই দেশকে পদক জেতাতে বাউটে নামেন বজরং। দেশে ফিরে এমআরআই করালে লিগামেন্ট টিয়ার ধরা পড়ে বজরংয়ের। অন্ততঃ ছ সপ্তাহ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে তারকা কুস্তিগীরকে।
আগামী ২ রা অক্টোবর থেকে নরওয়েতে আসর বসছে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশীপের। প্রতিযোগিতা চলবে ১০ ই অক্টোবর পর্যন্ত। এর মধ্যে সুস্থ হয়ে প্রতিযোগিতায় ফেরা অসম্ভব। তাই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেন বজরং। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশীপে অংশ না নেওয়ায় চলতি মরশুম বজরংয়ের জন্য কার্যত শেষ হয়ে গিয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন