World Tour Finals 2021: তীরে এসে তরী ডুবলো সিন্ধুর, ফাইনালে স্ট্রেট সেটে আন সিয়ুংয়ের কাছে হার

ম্যাচ হারের পর সিন্ধু বলেন, " আন ভালো খেলোয়াড়। ম্যাচটা যে সহজ হবেনা তা জানতাম। প্রস্তুতি ভালো নিয়েছিলাম। তবে প্রথম থেকে ওকে এগিয়ে যেতে দেওয়া ঠিক হয়নি।"
পি ভি সিন্ধু
পি ভি সিন্ধুছবি সৌজন্যে ট্যুইটার
Published on

তীরে এসে আরও একবার তরী ডুবলো পিভি সিন্ধুর। বিডব্লিউএফ (BWF) ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের ফাইনালে দক্ষিণ কোরিয়ার আন সিয়ুংয়ের কাছে স্ট্রেট সেটে হেরেছেন হায়দরাবাদি শাটলার। তাই রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতকে দুটি অলিম্পিক পদক এনে দেওয়া শাটলার পিভি সিন্ধুকে।

এই নিয়ে টানা তৃতীয়বার দক্ষিণ কোরিয়ার ব্যাডমিন্টন তারকা আন সিয়ুংয়ের কাছে হারের মুখ দেখলেন সিন্ধু। আর এক কঠিন প্রতিপক্ষ আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে ২-১ সেটে ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলেন হায়দরাবাদি শাটলার। দেশবাসী সিন্ধুর মুকুটে সোনার পালক জোড়ার অপেক্ষায় বুকও বেঁধেছিলো। কিন্তু মেগা ফাইনালে সিয়ুংয়ের কাছে কার্যত পাত্তাই পেলেন না ভারতীয় তারকা। ৪০ মিনিটের লড়াইয়ে সিন্ধু হারলেন ১৬-২১, ১২-২১ ফলাফলে।

ম্যাচ হারের পর সিন্ধু বলেন, " আন ভালো খেলোয়াড়। ম্যাচটা যে সহজ হবেনা তা জানতাম। প্রস্তুতি ভালো নিয়েছিলাম। তবে প্রথম থেকে ওকে এগিয়ে যেতে দেওয়া ঠিক হয়নি। শেষ দিকে কিছু পয়েন্ট নেওয়ার চেষ্টা করলেও তা কাজে লাগেনি। দুঃখ লাগলেও এটা একটা শিক্ষা।"

ইন্দোনেশিয়া মাস্টার্স, ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিলো সিন্ধুকে। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের ফাইনালে প্রবেশ করলেও সোনা অধরা থেকেছে। তবে সিন্ধুর সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। ১২ ই ডিসেম্বর থেকে স্পেনে অনুষ্ঠিত হতে চলেছে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন। তাই এই ব্যর্থতা ভুলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন শিরোপা ধরে রাখার লড়াইয়ের জন্যই প্রস্তুতি শুরু করবেন।

পি ভি সিন্ধু
LaLiga: শীর্ষস্থান আরও মজবুত রিয়ালের, কাতালান কোচ হিসেবে প্রথম পরাজয়ের স্বাদ পেলেন জাভি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in