World Tour Finals 2021: তীরে এসে তরী ডুবলো সিন্ধুর, ফাইনালে স্ট্রেট সেটে আন সিয়ুংয়ের কাছে হার

ম্যাচ হারের পর সিন্ধু বলেন, " আন ভালো খেলোয়াড়। ম্যাচটা যে সহজ হবেনা তা জানতাম। প্রস্তুতি ভালো নিয়েছিলাম। তবে প্রথম থেকে ওকে এগিয়ে যেতে দেওয়া ঠিক হয়নি।"
পি ভি সিন্ধু
পি ভি সিন্ধুছবি সৌজন্যে ট্যুইটার

তীরে এসে আরও একবার তরী ডুবলো পিভি সিন্ধুর। বিডব্লিউএফ (BWF) ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের ফাইনালে দক্ষিণ কোরিয়ার আন সিয়ুংয়ের কাছে স্ট্রেট সেটে হেরেছেন হায়দরাবাদি শাটলার। তাই রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতকে দুটি অলিম্পিক পদক এনে দেওয়া শাটলার পিভি সিন্ধুকে।

এই নিয়ে টানা তৃতীয়বার দক্ষিণ কোরিয়ার ব্যাডমিন্টন তারকা আন সিয়ুংয়ের কাছে হারের মুখ দেখলেন সিন্ধু। আর এক কঠিন প্রতিপক্ষ আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে ২-১ সেটে ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলেন হায়দরাবাদি শাটলার। দেশবাসী সিন্ধুর মুকুটে সোনার পালক জোড়ার অপেক্ষায় বুকও বেঁধেছিলো। কিন্তু মেগা ফাইনালে সিয়ুংয়ের কাছে কার্যত পাত্তাই পেলেন না ভারতীয় তারকা। ৪০ মিনিটের লড়াইয়ে সিন্ধু হারলেন ১৬-২১, ১২-২১ ফলাফলে।

ম্যাচ হারের পর সিন্ধু বলেন, " আন ভালো খেলোয়াড়। ম্যাচটা যে সহজ হবেনা তা জানতাম। প্রস্তুতি ভালো নিয়েছিলাম। তবে প্রথম থেকে ওকে এগিয়ে যেতে দেওয়া ঠিক হয়নি। শেষ দিকে কিছু পয়েন্ট নেওয়ার চেষ্টা করলেও তা কাজে লাগেনি। দুঃখ লাগলেও এটা একটা শিক্ষা।"

ইন্দোনেশিয়া মাস্টার্স, ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিলো সিন্ধুকে। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের ফাইনালে প্রবেশ করলেও সোনা অধরা থেকেছে। তবে সিন্ধুর সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। ১২ ই ডিসেম্বর থেকে স্পেনে অনুষ্ঠিত হতে চলেছে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন। তাই এই ব্যর্থতা ভুলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন শিরোপা ধরে রাখার লড়াইয়ের জন্যই প্রস্তুতি শুরু করবেন।

পি ভি সিন্ধু
LaLiga: শীর্ষস্থান আরও মজবুত রিয়ালের, কাতালান কোচ হিসেবে প্রথম পরাজয়ের স্বাদ পেলেন জাভি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in