World Cup Qualifiers: চোট সারিয়ে ব্রাজিল দলে ফিরলেন ফিলিপ কুটিনহো, রবার্তো ফিরমিনো

বাম হাঁটুর চোটের কারণে গত বছরের অক্টোবর থেকে সেলেকাওদের প্রতিনিধিত্ব করেননি ২৯ বছর বয়সী এই তারকা। এই মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে মাত্র সাতটি খেলায় অংশ নিয়েছেন তিনি।
ফিলিপ কুটিনহো ও রবার্তো ফিরমিনো
ফিলিপ কুটিনহো ও রবার্তো ফিরমিনোফাইল ছবি সংগৃহীত

বার্সেলোনার মিডফিল্ডার ফিলিপ কুটিনহোকে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিরুদ্ধে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিলের জাতীয় দলে ডাকা হল৷

বাম হাঁটুর চোটের কারণে গত বছরের অক্টোবর থেকে সেলেকাওদের প্রতিনিধিত্ব করেননি ২৯ বছর বয়সী এই তারকা। এই মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে মাত্র সাতটি খেলায় অংশ নিয়েছেন তিনি।

ব্রাজিলের কোচ টিটে শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানান "কুটিনহো এমন একজন মিডফিল্ডার যিনি খেলা তৈরি করেন। তিনি একজন দুর্দান্ত খেলোয়াড়। তিনি তাঁর ফর্ম ফিরে পাবেন," হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন লিভারপুল ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোও।

জিংহুয়া এক রিপোর্টে জানিয়েছে, এই মরশুমে রিয়াল মাদ্রিদের পক্ষে দুর্দান্ত ফর্ম থাকা সত্ত্বেও ২১ বছর বয়সী অ্যাটাকার ভিনিসিয়াস জুনিয়রের জন্য দলে কোনও জায়গা হয়নি। এভারটন ফরোয়ার্ড রিচার্লিসন হাঁটুর ইনজুরির পরে পূর্ণ ফিটনেসে ফিরে আসার পরেও বাদ পড়েছেন।

পাঁচ দিন পর বুয়েনস আইরেসে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ১১ নভেম্বর সাও পাওলোতে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

পাঁচবারের বিশ্বকাপ বিজয়ীরা বর্তমানে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১০ দলের দক্ষিণ আমেরিকান কোয়ালিফাইং গ্রুপে শীর্ষস্থানে আছে। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা ব্রাজিলের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল/ইংল্যান্ড), এমারসন (ম্যানচেস্টার সিটি/ ইংল্যান্ড), গ্যাব্রিয়েল চেপেকো (গ্রেমিও)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস/ইতালী), এমারসন রয়্যাল (টটেনহাম/ ইংল্যান্ড), অ্যালেক্স স্যান্ড্রো (জুভেন্টাস/ইতালী), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ/স্পেন), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ/স্পেন), লুকাস ভেরিসিমো (বেনফিকা/পর্তুগাল), মারকুইনহোস (প্যারিস সেন্ট-জার্মেই/ফ্রান্স), থিয়াগো সিলভা (চেলসি/ ইংল্যান্ড)

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ/স্পেন), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড/ ইংল্যান্ড), ফ্যাবিনহো (লিভারপুল/ ইংল্যান্ড), গেরসন (মারসেই/ফ্রান্স), লুকাস পাকেতা (লিয়ন/ফ্রান্স), ফিলিপে কৌতিনহো (বার্সেলোনা/স্পেন)

ফরোয়ার্ড: অ্যান্টনি (আজাক্স/হল্যান্ড), রবার্তো ফিরমিনো (লিভারপুল/ ইংল্যান্ড), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি/ ইংল্যান্ড), ম্যাথিউস কুনহা (অ্যাটলেটিকো মাদ্রিদ/স্পেন), নেইমার (প্যারিস সেন্ট জার্মেই/ফ্রান্স), রাফিনহা (লিডস ইউনাইটেড/ ইংল্যান্ড)।

- with Agency Inputs

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in