World Cup Qualifiers: ইতিহাস সৃষ্টি মেসির - উরুগুয়ের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ী আর্জেন্টিনা

আরও একবার ইতিহাসে ঢুকে পড়লেন মেসি। রবিবার রাতে উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে গোল করার সাথে সাথেই আর্জেন্টিনার রাজপুত্রের মুকুটে নতুন পালক।
উরুগুয়ে ম্যাচের পর মেসি
উরুগুয়ে ম্যাচের পর মেসি ছবি ফিফা ওয়ার্ল্ড কাপ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

আরও একবার ইতিহাসে ঢুকে পড়লেন মেসি। রবিবার রাতে উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে গোল করার সাথে সাথেই আর্জেন্টিনার রাজপুত্রের মুকুটে নতুন পালক। লিওনেল মেসিই দক্ষিণ আমেরিকার একমাত্র ফুটবলার যিনি ৮০টি আন্তর্জাতিক গোল করেছেন। গতকালের ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে জয়ী হয়।

বার্সেলোনা থেকে প্যারিস সাঁ জা-তে যোগ দিয়ে এখনও ছন্দ খুঁজে না পেলেও এদিন ম্যাচের ৩৮ মিনিটে তাঁর পা থেকেই প্রথম গোল আসে। সতীর্থ খেলোয়াড় নিকোলাস গঞ্জালেসের উদ্দেশ্যে বাড়ানো পাস উরুগুয়ান গোলকিপার ফারনান্ডো মুসলেরাকে পরাস্ত করে গোলে ঢুকে যায়। এরপর আর্জেন্টিনার পক্ষে আরও দুটি গোল করেন রডরিগো ডি পল এবং লট্যারো মারটিনেজ।

২০২২ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার কোয়ালিফাইং রাউন্ডে গ্রুপ শীর্ষে আছে ব্রাজিল। এদিনের জয়ের পর সদ্য কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ব্রাজিলের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে।

এদিন আর্জেন্টিনার জয়ের পর মেসি জানিয়েছেন, আমি মনে করি আমরা যেভাবে খেলছি তাতে প্রতিদিনই উন্নতি করছি।

রবিবার বুয়েনস এয়ার্সের এল মনুমেন্টালের ম্যাচের পর ১০ ম্যাচে আর্জেন্টিনার সংগ্রহ ২২ পয়েন্ট। অন্যদিকে ১১ ম্যাচ থেকে উরুগুয়ের সংগ্রহ ১৬ পয়েন্ট। ২৮ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে ব্রাজিল। গ্রুপের শীর্ষ চার টিম আগামী ২০২২ কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পাবে।

With Agency Inputs

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in