World Cup Qualifiers: লুকাস পাকুয়েতার গোলে কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ব্রাজিলের
ছবি ব্রাজিল ফুটবল ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

World Cup Qualifiers: লুকাস পাকুয়েতার গোলে কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ব্রাজিলের

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে নেইমারের পাস থেকে লুকাস পাকুয়েতার একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় সেলেসাওরা। বাছাইপর্বে নিজেদের ১২ ম্যাচে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে তিতের দল।
Published on

কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো ব্রাজিল। শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলের ম্যাচে মাঠে নামে কলম্বিয়া এবং ব্রাজিল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে নেইমারের পাস থেকে লুকাস পাকুয়েতার একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় সেলেসাওরা। বাছাইপর্বে নিজেদের ১২ ম্যাচে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে তিতের দল। এই ম্যাচ জয়ের সাথে সাথেই কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কনমেবল অঞ্চলের অন্য ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে পেরু। এই ম্যাচে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় পেরু। ৯ মিনিটে জিয়ানলুকা লাপাডোলা, ৩১ মিনিটে ক্রিস্টিয়ান কুয়েভা এবং ৩৯ মিনিটে সার্জিও পেনার গোলে জয় অর্জন করে পেরু।

একইদিনে প্যারাগুয়েকে হারিয়ে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখলো চিলি। গুরুত্বপূর্ণ ম্যাচে ৫৬ মিনিটে অ্যান্টনি সিলভার আত্মঘাতী গোলে হারের মুখ দেখেছে প্যারাগুয়ে।

এখনও পর্যন্ত ১২ ম্যাচের ১১ টিতে জয় এবং ১ টি'তে ড্র নিয়ে ৩৪ পয়েন্টের সাথে শীর্ষে রয়েছে ব্রাজিল। ১৩ ম্যাচে ৪ টিতে জয় এবং ৪ টিতে ড্র নিয়ে চিলি রয়েছে চতুর্থ স্থানে। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কলম্বিয়া রয়েছে পঞ্চম স্থানে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা এবং ইকুয়েডর।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in