World Cup Football 22: ব্রাজিল আর্জেন্টিনার পর বিশ্বকাপ নিশ্চিত ইকুয়েডর, উরুগুয়ের

পেরুকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো উরুগুয়ে। লাতিন আমেরিকার কনমেবল অঞ্চল থেকে ব্রাজিল, আর্জেন্টিনার পর কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো উরুগুয়ে, ইকুয়েডর।
পেরুর বিরুদ্ধে গোলের পর উরুগুয়ের ফুটবলাররা
পেরুর বিরুদ্ধে গোলের পর উরুগুয়ের ফুটবলাররাছবি সেলেসিওন উরুগুয়ে ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

পেরুকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো উরুগুয়ে। লাতিন আমেরিকার কনমেবল অঞ্চল থেকে ব্রাজিল, আর্জেন্টিনার পর কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো উরুগুয়ে, ইকুয়েডর।

উরুগুয়ে তাদের ঘরের মাঠে প্রতিপক্ষ পেরুকে হারিয়ে জয় তুলে নিয়েছে। প্রথমার্ধের ৪২ মিনিটে দিয়েগো অলনসোর দলের হয়ে একটিমাত্র গোল করেছেন জিওর্জিয়ান ডি অ্যারেসকায়েটা। উরুগুয়ের এই জয়ের সাথে সাথেই প্যারাগুয়ের কাছে হারলেও বিশ্বকাপ নিশ্চিত হয়েছে ইকুয়েডরের।

শুক্রবার ভোরে প্যারাগুয়ের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে ইকুয়েডর। ম্যাচের ৯ মিনিটেই রবার্ট মোরালেসের গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। প্রথমার্ধের শেষ মিনিটে পিয়েরে হিনকেপি আত্মঘাতী গোল করে প্যারাগুয়েকে আরও এগিয়ে দেন। ৫৪ মিনিটে স্চেলোত্তোদের হয়ে তৃতীয় গোলটি করেন মিগুইল আলমিরন। ইকুয়েডর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে মাত্র একটি গোলই পরিশোধ করতে পারে।

অন্য ম্যাচে লাতিন আমেরিকার শক্তিধর ব্রাজিল ৪-০ গোলে হারিয়েছে চিলিকে। ম্যাচের ৪৪ মিনিটে নেইমারের পেনাল্টি থেকে এগিয়ে যায় সেলেসাওরা। এর ঠিক পরের মিনিটেই দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে ফের পেনাল্টি উপহার পায় ব্রাজিল। এবার স্পট কিক নিতে এসে তিতের দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ফিলিপ কৌতিনহো। ৯০ মিনিটের পর যোগ করা ইনজুরি সময়ে রিচার্লিসন শেষ গোলটি করে দলকে বড় জয় এনে দেন।

আজ বলিভিয়াকে হারিয়েছে কলম্বিয়াও। ডেভিড ওসপিনাদের হয়ে এই ম্যাচে একটি করে গোল করেছেন লুইস দিয়াজ, মিগুইল বোর্জা এবং ম্যাতিউস উরিবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in