World Cup: বাছাই পর্বে চিলির বিরুদ্ধে জয় ব্রাজিলের, জয়ী আর্জেন্টিনাও

এভারটন রিবেইরোর একমাত্র গোলে চিলিকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের সাতে সাত ব্রাজিলের। সেলেকাওদের বিজয়রথ অব্যাহত রয়েছে। অন্য ম্যাচে ১০ জনের ভেনিজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে আর্জেন্টিনাও।
বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিরুদ্ধে জয়ী ব্রাজিল
বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিরুদ্ধে জয়ী ব্রাজিলছবি ব্রাজিল ফুটবল ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

এভারটন রিবেইরোর একমাত্র গোলে চিলিকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের সাতে সাত ব্রাজিলের। সেলেকাওদের বিজয়রথ অব্যাহত রয়েছে। অন্য ম্যাচে ১০ জনের ভেনিজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে আর্জেন্টিনাও।

ম্যাচ জুড়ে আধিপত্য বজায় রেখে চিলির বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নেয় ব্রাজিল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে এভারটন রিবেইরোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। শেষ পর্যন্ত এই লীডই ধরে রাখে তিতের দল। চিলিকে হারিয়ে শীর্ষস্থান আরোও মজবুত করে সেলেকাওরা।

অন্যদিকে জয়ে ফিরেছে আলবিসেলেস্তারাও। দশ জনের ভেনিজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে মেসি বাহিনী। এই ম্যাচে প্রথমার্ধের ৩২ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভেনিজুয়েলার অ্যাড্রিয়েন মার্টিনেজ। দশ জনের ভেনিজুয়েলার বিপক্ষে প্রথমার্ধের যোগ করা ইনজুরি সময়ে লউটারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে ও ৭৪ মিনিটে ব্রাজিলের হয়ে পরপর দুটি গোল করেন যথাক্রমে জোয়াকিন কোরেয়া এবং অ্যাঞ্জেল কোরেয়া। ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর ইয়েফরসন সটেলডোর গোলে একটি ব্যবধান কমায় ভেনিজুয়েলা। ৩-১ গোলে জয় আসে আর্জেন্টিনার।

কনমেবল অঞ্চলের যোগ্যতা অর্জন পর্বের রাউন্ড সাতের শেষে শীর্ষে রয়েছে ব্রাজিল। ৭ ম্যাচের সাতটিতেই জিতে শীর্ষে তিতের দল। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ব্রাজিলের থেকে ৬ কম। ৭ ম্যাচের চারটিতে জিতেছে আর্জেন্টিনা এবং তিনটিতে করেছে ড্র। তৃতীয় স্থানে রয়েছে ইকুয়েডর (১২ পয়েন্ট), চতুর্থ স্থানে উরুগুয়ে (৯ পয়েন্ট) এবং পঞ্চম স্থানে রয়েছে কলম্বিয়া (৯ পয়েন্ট)।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in