Carlsen: নভেম্বরে কলকাতায় আসছেন বিশ্বজয়ী দাবাড়ু কার্লসেন, থাকবেন প্রজ্ঞানন্দও

People's Reporter: ১৩ থেকে ১৭ নভেম্বর হতে চলেছে টাটা স্টিল দাবা প্রতিযোগিতা। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত হবে টুর্নামেন্ট।
প্রজ্ঞানন্দ ও
প্রজ্ঞানন্দ ও ছবি - সংগৃহীত
Published on

কলকাতায় আসছেন ম্যাগনাস কার্লসেন। ১৩ থেকে ১৭ নভেম্বর হতে চলেছে টাটা স্টিল দাবা প্রতিযোগিতা। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত হবে টুর্নামেন্ট। সেখানেই অংশগ্রহণ করবেন বিশ্বজয়ী এই নরওয়ের দাবাড়ু। এর আগে ২০১৯ সালে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। কার্লসেন ছাড়াও ভারতের আরও অনেক তারকা দাবাড়ু এবং প্রজ্ঞানন্দও অংশ নেবেন এই প্রতিযোগিতায়।

টুর্নামেন্টের ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বনাথন আনন্দ। তিনি বলেন, 'এই টুর্নামেন্টে এবার খেলতে আসছেন ম্যাগনাস কার্লসেন। এটা অত্যন্ত গর্বের মুহূর্ত'। টাটা স্টিলের তরফে বলা হয়েছে, ‘‌এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করতে পেরে আমরা গর্বিত। দেশের সেরা দাবাড়ুরা অংশ নিচ্ছে। তার উপর আসছেন ম্যাগনাস কার্লসেন।'

দুটি ক্যাটাগরি থাকছে টাটা স্টিল দাবা টুর্নামেন্টে। র‍্যাপিড ও ব্লিৎজ থাকবে। কার্লসেন আর প্রজ্ঞানন্দর লড়াই ফের দেখতে পাওয়া গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

একইসঙ্গে মহিলাদের প্রতিযোগিতায় ভারতের কোনেরু হাম্পি, বৈশালী রমেশবাবু, দিব্যা দেশমুখ, ভান্তিকা আগরওয়াল ও হারিকা দ্রোণাভল্লির মতো দাবাড়ুরা অংশ নেবেন। জমকালো ভাবে উদ্বোধন হবে এই টুর্নামেন্টের।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in