World Athletics U20: লং জাম্পে রূপো জিতলেন ভারতের শৈলী সিং

এদিন ফাইনালে শৈলী সিং তাঁর ব্যক্তিগত সেরা লাফ ৬.৪৮ মিটার অতিক্রম করে ৬.৫৯ মিটারের দুর্দান্ত লাফ দেন। যদিও প্রতিযোগিতার শেষ দিনে মাত্র এক সেন্টিমিটারের জন্য তিনি স্বর্ণপদক হারিয়েছেন।
ভারতীয় লং জাম্পার শৈলী সিং
ভারতীয় লং জাম্পার শৈলী সিংছবি অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

রবিবার কেনিয়ার নাইরোবিতে বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে আরও এক রূপো উপহার দিলেন লং জাম্পার শাইলি সিং। এদিন ফাইনালে শৈলী সিং তাঁর ব্যক্তিগত সেরা লাফ ৬.৪৮ মিটার অতিক্রম করে ৬.৫৯ মিটারের দুর্দান্ত লাফ দেন। যদিও প্রতিযোগিতার শেষ দিনে মাত্র এক সেন্টিমিটারের জন্য তিনি স্বর্ণপদক হারিয়েছেন।

প্রাক্তন লং জাম্পার ববি জর্জ এবং তার স্ত্রী অঞ্জু ববি জর্জ দ্বারা প্রশিক্ষিত ১৭ বছর বয়সী শৈলীকে নাইরোবিতে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও রৌপ্য পদকেই সন্তুষ্ট থাকতে হয়। তিনি তার ব্যক্তিগত সেরা লাফের দুবার উন্নতি করেছেন। প্রথমবার যোগ্যতা অর্জনের জন্য ৬.৪৮ মিটার এবং এরপর চূড়ান্ত লাফ ৬.৫৯ মিটার।

শৈলী তার তৃতীয় লাফে ৬.৫৯ মিটার লাফ দিয়ে লিড নিলেও সুইডেনের মাজা আসাগ তার চতুর্থ লাফে ৬.৬০ লাফিয়ে স্বর্ণপদক লাভ করেন। মাজা এর আগে এই প্রতিযোগিতায় মহিলাদের ট্রিপল জাম্পেও সোনাও জিতেছেন।

শৈলী তার প্রথম দুটি জাম্পে একইভাবে ৬.৩৪ লাফিয়ে শুরু করেছিলেন। কিন্তু পরে ৬.৫৯ লাফিয়ে লিড নেন।

শৈলীর রৌপ্য পদক ২০২১ বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য তৃতীয় পদক। এর আগে অমিত খাত্রি রূপো এবং ৪ ৪০০ মিটার মিক্সড রিলেতে ভারতীয় দল ব্রোঞ্জ জিতেছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in