পদক সহ অমিত ক্ষেত্রী
পদক সহ অমিত ক্ষেত্রীছবি অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সৌজন্যে

World Athletics U20: ১০ হাজার মিটার হাঁটায় রূপো জিতলেন ভারতের অমিত ক্ষেত্রী

শনিবার নাইরোবিতে বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে ৪২:১৭.৯৪ সময় নিয়ে ১০,০০০ মিটার হাঁটায় রূপো জিতেছেন ভারতের অমিত ক্ষেত্রী। এই প্রতিযোগিতায় এটি ভারতের দ্বিতীয় পদক।

শনিবার নাইরোবিতে বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে ৪২:১৭.৯৪ সময় নিয়ে ১০,০০০ মিটার হাঁটায় রূপো জিতেছেন ভারতের অমিত ক্ষেত্রী। এই প্রতিযোগিতায় এটি ভারতের দ্বিতীয় পদক। এর আগে ৪ × ৪০০ মিটার মিক্সড রিলেতে ব্রোঞ্জ জিতেছে ভারত।

এদিন কেনিয়ার ওয়াকার হেরিস্টোন ভ্যানিয়োনি শেষ ল্যাপে ছাড়িয়ে যান অমিতকে। এর আগে পর্যন্ত এই রেসে ভাল জায়গায় ছিলেন অমিত। ভ্যানিয়োনি হাঁটা শেষ করেন ৪২:১০.৮৪ সেকেন্ডে। স্পেনের পল ম্যাকগ্রা ৪২:৩১.১১ সেকেন্ড-এ শেষ করে ব্রোঞ্জ জিতেছেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ মিটার উঁচু কেনিয়া। যে উচ্চতার কারণে এদিনের প্রতিযোগিতার সময় সমস্যায় পড়েন অমিত। তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। প্রতিযোগিতার পরে নিজেও সেকথা জানিয়েছেন রূপো জয়ী অমিত।

এই বছরের জানুয়ারিতে, জুনিয়র ফেডারেশন কাপে ১০,০০০ মিটার হাঁটায় নতুন জাতীয় রেকর্ডের ধারা অব্যাহত রাখেন অমিত।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in