

শনিবার নাইরোবিতে বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে ৪২:১৭.৯৪ সময় নিয়ে ১০,০০০ মিটার হাঁটায় রূপো জিতেছেন ভারতের অমিত ক্ষেত্রী। এই প্রতিযোগিতায় এটি ভারতের দ্বিতীয় পদক। এর আগে ৪ × ৪০০ মিটার মিক্সড রিলেতে ব্রোঞ্জ জিতেছে ভারত।
এদিন কেনিয়ার ওয়াকার হেরিস্টোন ভ্যানিয়োনি শেষ ল্যাপে ছাড়িয়ে যান অমিতকে। এর আগে পর্যন্ত এই রেসে ভাল জায়গায় ছিলেন অমিত। ভ্যানিয়োনি হাঁটা শেষ করেন ৪২:১০.৮৪ সেকেন্ডে। স্পেনের পল ম্যাকগ্রা ৪২:৩১.১১ সেকেন্ড-এ শেষ করে ব্রোঞ্জ জিতেছেন।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ মিটার উঁচু কেনিয়া। যে উচ্চতার কারণে এদিনের প্রতিযোগিতার সময় সমস্যায় পড়েন অমিত। তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। প্রতিযোগিতার পরে নিজেও সেকথা জানিয়েছেন রূপো জয়ী অমিত।
এই বছরের জানুয়ারিতে, জুনিয়র ফেডারেশন কাপে ১০,০০০ মিটার হাঁটায় নতুন জাতীয় রেকর্ডের ধারা অব্যাহত রাখেন অমিত।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন