

নারী-পুরুষের বৈষম্য দূর করতে ঐতিহাসিক পদক্ষেপ নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। এবার থেকে আইসিসি আয়োজিত টুর্টামেন্টে পুরুষদের সমান পুরস্কার মূল্য পাবেন মহিলারাও। আসন্ন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই এই নিয়ম চালু হবে। মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে।
২০২৩ সালের জুলাইয়ে আইসিসির বার্ষিক কনফারেন্সে মেয়েদের ছেলেদের সমান পুরস্কার মূল্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য ২০৩০ সাল ধরা ছিল। সাত বছর আগেই পদক্ষেপ করা হল।
২০২৩ সালের মহিলা টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সেবার ১ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছিলেন অস্ট্রেলিয়ার মেয়েরা। ২০২৪ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিজয়ীদের ২.৩৪ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়, যা আগের তুলনায় ১৩৪ শতাংশ বেশি। ২০২৪ সালে ভারত পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই পুরস্কার পেয়েছিল।
আইসিসির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪, প্রথম আইসিসি টুর্ন্টামেন্ট, যেখানে মহিলারা পুরুষদের সমান পুরস্কার মূল্য পাবে। এটা খেলাধুলার ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক।“
চাম্পিয়নসদের পাশাপাশি রানার আপের পুরস্কারও বাড়ল ১৩৪ শতাংশ। আগেরবারের ৫০০,০০০ মার্কিন ডলার (যা দক্ষিণ আফ্রিকার মেয়েরা পেয়েছিলেন) থেকে বাড়িয়ে এবার করা হয়েছে ১.১৭ মিলিয়ন মার্কিন ডলার। মহিলা বিশ্বকাপে সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পেয়েছিল ২১০,০০০ মার্কিন ডলার, এবার থেকে পাবে ৬৪৫,০০০ মার্কিন ডলার। সবমিলিয়ে পুরস্কার মূল্য বাড়ল ২২৫ শতাংশ। ২০২৩ মহিলা বিশ্বকাপে যা ছিল ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার, এবার তা হবে ৭,৯৫৮,০৮০ মার্কিন ডলার।
এছাড়া গ্রুপ পর্বে প্রতিটি জয়ী দল পাবে ৩১,১৫৪ মার্কিন ডলার। যেসব দল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হবে ১.৩৫ মিলিয়ন মার্কিন ডলার তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি দলের মধ্যে ১১২,৫০০ মার্কিন ডলার করে পাওয়া নিশ্চিত।
মহিলা ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া ও ২০৩২ সালের মধ্যে এর বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য এমন পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
আগামী মাস থেকেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ। আগামী ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আসন্ন বিশ্বকাপ হতে চলেছে সংযুক্ত আরব-আমিরশাহীর দুবাই এবং সারজাতে। ১৫ অক্টোবরের মধ্যে গ্রুপ পর্যায়ের সমস্ত ম্যাচ গুলি শেষ হবে। এরপর ১৭ এবং ১৮ অক্টোবর হবে সেমিফাইনাল। ২০ অক্টোবর ফাইনাল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন