ওম্যানস টি-২০ চ্যালেঞ্জের দিনক্ষণ জানালেন সৌরভ গাঙ্গুলি, কোথায় আসর বসছে এই টুর্নামেন্টের?

২৪ থেকে ২৮ মে লখনউয়ের একনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওম্যানস টি-২০ চ্যালেঞ্জ। পাশাপাশি আইপিএলের প্লে অফ, এলিমিনেটর এবং ফাইনালের ভেন্যু সম্পর্কেও জানালেন বিসিসিআই সভাপতি।
ওম্যানস টি-২০ চ্যালেঞ্জের দিনক্ষণ জানালেন সৌরভ গাঙ্গুলি, কোথায় আসর বসছে এই টুর্নামেন্টের?
Published on

শনিবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি স্বয়ং জানালেন চলতি বছরের ওম্যানস টি-২০ চ্যালেঞ্জের দিনক্ষণ। পাশাপাশি আইপিএলের প্লে অফ, এলিমিনেটর এবং ফাইনালের ভেন্যু সম্পর্কেও জানালেন বিসিসিআই সভাপতি।

তিন দলের ওম্যানস টি-২০ চ্যালেঞ্জ সাধারণত অনুষ্ঠিত হয়ে থাকে আইপিএলের প্লে অফের মাঝে। এবারও তার ব্যতিক্রম হলোনা। সৌরভ জানিয়ে দিলেন ২৪ থেকে ২৮ মে লখনউয়ের একনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওম্যানস টি-২০ চ্যালেঞ্জ। এছাড়া ২৪ এবং ২৬ মে কলকাতায় যথাক্রমে আইপিএলের প্রথম প্লে-অফ ও এলিমিনেটর, এবং ২৭ ও ২৯ মে আমেদাবাদে যথাক্রমে আইপিএলের দ্বিতীয় প্লে-অফ এবং ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা চলছে বলে জানিয়েছেন সৌরভ।

প্রাথমিকভাবে পুণেতে ওম্যানস টি-২০ চ্যালেঞ্জ আয়োজনের কথা ভেবেছিল বোর্ড। তবে শেষমেশ লখনউয়ের এটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমে বিসিসিআই সভাপতি জানান, "মহিলা চ্যালেঞ্জার সিরিজটি ২৪-২৮ মে লখনউয়ের একনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।"

পুরুষদের আইপিএলের প্লে অফ ও ফাইনাল সম্পর্কে সৌরভ জানান, "পুরুষদের আইপিএল নক-আউট পর্বের ম্যাচগুলি উদ্বিগ্নতা রয়েছে। যতদূর সম্ভব এটি কলকাতা এবং আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।"

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in